Madhyamik Examination 2024: অন্য মাধ্যমিক! বাবার শ্রাদ্ধ সেরে পরীক্ষায় বসল রূপঙ্কর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
মঙ্গলবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা প্রদীপ দাস প্রয়াত হন। মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে
বীরভূম: এ এক অন্যরকম মাধ্যমিক। বাকিরা যখন দুরু দুরু বুকে পরীক্ষা হলে ঢুকছে এবং পরীক্ষা শেষে হাসিমুখে বেরিয়ে আসছে তখন বোলপুরের রূপঙ্কর দাসের গল্পটা পুরোপুরি অন্যরকম। বাবার শ্রাদ্ধ সেরে শুক্রবার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় বসেছে এই কিশোর।
ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা বলা হয় মাধ্যমিককে। তার প্রস্তুতি ভালোভাবেই নিয়েছিল বোলপুর শহরের ত্রিশূলাপট্টি এলাকার রূপঙ্কর। কিন্তু গত মঙ্গলবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা প্রদীপ দাস প্রয়াত হন। মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে। মা ও ভাইকে নিয়ে কী করবে বুঝে উঠতে পারে না রুপঙ্কর। তবে সকলে বোঝানোর পর সে শোক সামলে মাধ্যমিক পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেয়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রদীপবাবু। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাঁর ছিল সুখের সংসার। বড় ছেলে রূপঙ্কর এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর ৪৮-এর প্রদীপ দাসের। পরীক্ষার ঠিক আগে বাবাকে হারিয়ে আকাশ ভেঙে পড়ে রূপঙ্করের মাথায়। তবে দমে যায়নি বোলপুর নিচুপট্টি নীরদবরণী বিদ্যালয়ের এই ছাত্র। মায়ের বোঝানোর পর শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যেই রূপঙ্কর হাজির হয়ে যায় বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে। পরে সে জানিয়েছে, বাবাও চেয়েছিল যাই হয়ে যাক পরীক্ষাটা যেন দিই। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বাহবা জানিয়েছে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয়রা। নিচুপট্টি নীরদবরণী স্কুলের প্রধান শিক্ষক দীপেন্দু ধর বলেন, এমন ঘটনা আমাদের কাছে একটি নজির হয়ে রইল। ছেলেটির বাকি পরীক্ষাগুলোতে যাতে কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব।’
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2024 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2024: অন্য মাধ্যমিক! বাবার শ্রাদ্ধ সেরে পরীক্ষায় বসল রূপঙ্কর

