Bengali News: শীত পুরোপুরি যাওয়ার আগেই তীব্র জল সঙ্কট সুন্দরবনে, পুকুরের জলে হচ্ছে রান্না
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
নলকূপের জল না পেয়ে বাধ্য হয়ে পুকুরের জলে রান্না করছেন দক্ষিণ ২৪ পরগনার এইসব গ্রামের বাসিন্দারা। এদিকে পুকুরের জলও শুকোতে শুরু করেছে
দক্ষিণ ২৪ পরগনা: গরম পড়তে না পড়তেই সুন্দরবনে মিঠা জলের স্তর অনেকটাই নিচে চলে গিয়েছে। হালকা শীতের প্রভাব এখনও দক্ষিণবঙ্গে আছে। আর তার মধ্যেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় জলের সঙ্কট শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর অঞ্চলের তিলপি, শ্যামনগর, গোবিন্দপুর, চন্দনেশ্বর সহ একাধিক গ্রামে গরম পড়তে না পড়তেই দেখা দিয়েছে তীব্র জলের সঙ্কট। গত কয়েক দিন ধরে নলকূপ থেকে জল পড়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
নলকূপের জল না পেয়ে বিধৃত হয়ে পুকুরের জলে রান্না করছেন দক্ষিণ ২৪ পরগনার এইসব গ্রামের বাসিন্দারা। এদিকে পুকুরের জলও শুকোতে শুরু করেছে। চরম সমস্যায় পড়েছেন সুন্দরবনের নদী সংলগ্ন এলাকার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। পানীয়জল না পেয়ে রাগে ফুঁসছেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে এক গবেষক বলেন, জলের সঙ্কট সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিনের। এই সমস্যার কারণ মাটির ভূগর্ভে যে জল আছে তার মধ্যে ৫০ শতাংশ পানীয় জল হিসেবে, ৩০ শতাংশ চাষের কাজে এবং বাকি ২০ শতাংশ কল কারখানার কাজে ব্যবহৃত হয়। যার কারনে ক্রমশ শেষ হয়ে যাচ্ছে পানীয় জল। তিনি বলেন, এই সমস্যা দূর করতে হলে বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই পরিস্থিতিতে গ্রামের পরিবারগুলিকে জল আনতে গেলে প্রায় এক কিলোমিটার দূরে যেতে হচ্ছে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, চাষের জমিতে মিনি হাউস বসানোর কারণে এই সমস্যা এত প্রকট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সঙ্কটে পড়েছেন কৃষকরাও। কীভাবে গরমের সময় চাষ করবেন তা ভেবে পাচ্ছেন না।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 5:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: শীত পুরোপুরি যাওয়ার আগেই তীব্র জল সঙ্কট সুন্দরবনে, পুকুরের জলে হচ্ছে রান্না