Bengali News: আবর্জনা দিলেই 'ছেঁকা লাগা' রসুন ফ্রি-তে পাবেন! কোথায়, কীভাবে জানুন

Last Updated:

বাড়ির আবর্জনা পুরসভার নির্দিষ্ট গাড়িতে ফেলতে হয়েছে সঠিকভাবে ভাগ করে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদাভাবে পুরসভার দেওয়া বালতিতে ভাগ করে ফেললেই পাবেন রসুন

কাউন্সিলর সুমিত কুমার শর্মা 
কাউন্সিলর সুমিত কুমার শর্মা 
পূর্ব বর্ধমান: বাজারে রসুনের দামে আগুন। হাত ঠেকালে মনে হতে পারে সোনা ছুঁয়েছেন! নিম্নবিত্ত তো বটেই মধ্যবিত্তের একাংশেরও ধরাছোঁয়ার বাইরে এই মুহূর্তে রসুন। কিন্তু পরিবেশ সচেতনতার বার্তা দিতে সেই রসুন নিয়েই এবার অভিনব উদ্যোগ এক কাউন্সিলরের। যার ফলে আপনি কার্যত বিনামূল্যেই পাবেন রসুন।
সাতসকালে বাড়ির দোরগোড়ায় হাজির হওয়া আবর্জনার ভ্যানে জৈব ও অজৈব ময়লা ভাগ করে সঠিকভাবে ফেললে পরিবর্তে বিনা খরচেই পেয়ে যাবেন রসুন! ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এমন দুর্দান্ত সুযোগ চালু করেছেন বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার শর্মা। তাঁর সঙ্গে ছিলেন সুইচ অন ফাউন্ডেশনের কর্মকর্তারা। বলতে গেলে আবর্জনা দিলেই বর্ধমান শহরের এই ওয়ার্ডে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে রসুন।
advertisement
advertisement
বাড়ির আবর্জনা পুরসভার নির্দিষ্ট গাড়িতে ফেলতে হয়েছে সঠিকভাবে ভাগ করে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদাভাবে পুরসভার দেওয়া বালতিতে ভাগ করে ফেললেই পাবেন রসুন। জানা গিয়েছে, সুইচঅন ফাউন্ডেশনের উদ্যোগে ও বর্ধমান সদর সামাজিক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মানুষকে সচেতন করতে বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এই প্রসঙ্গে কাউন্সিলর সুমিত শর্মা বলেন, বাড়ির আবর্জনা যত্রতত্র না ফেলে সঠিকভাবে ভাগ করে পুরসভার নির্দিষ্ট গাড়িতে ফেলার সচেতনতা গড়ে তুলতেই একটু অন্যরকম উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন মোট ৬০ টি বাড়িতে ৩০০ গ্রাম করে রসুন উপহার দেওয়া হয়।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: আবর্জনা দিলেই 'ছেঁকা লাগা' রসুন ফ্রি-তে পাবেন! কোথায়, কীভাবে জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement