Bengali News: পোড়ামাটির কালো হাঁড়ির শীতল জল যেন প্রাণের আরাম! কোথায় গেলে পাবেন
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অবলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা এই কালো হাঁড়ি পেতে হলে আপনাকে যেতে হবে কদমরসুল পিরের মেলায়। গোঘাটের আসলহরিতে এই পিরের মেলা দীর্ঘদিন ধরে বসে আসছে
হুগলি: দেখতে কালো, কিন্তু গুণ অশেষ। তার কাছে আজকের ঝকমকে সব হাঁড়ি ১০ গোল খেয়ে যাবে। তবু এত গুণ সত্ত্বেও কদর হারিয়েছে মাটির কালো হাঁড়ি। অথচ এই হাঁড়ি যেমন দেখতে সুন্দর তেমনই টেঁকসই। তার উপর এই কালো কলসি বা কুঁজোয় জল খুব ঠান্ডা থাকে। গ্রীষ্মকালে কালো কলসির জল পান করলে মুহূর্তের মধ্যে গোটা প্রাণ জুড়িয়ে যেতে বাধ্য। কালো হাঁড়ির ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডাকেও হার মানাবে। কিন্তু বর্তমানে এই কালো হাঁড়ি প্লাস্টিকের আর সেরামিকের আগ্রাসনে অবলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তবু আজও এক বিশেষ জায়গায় পাওয়া যায় এ কালো হাঁড়ি। কিন্তু কোথায় পাবেন এটি?
আরও পড়ুন: বাবার মৃত্যুর শোকে নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত, মাকে নিয়ে ভাই-বোনের ২২ দিনের অনশন!
অবলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা এই কালো হাঁড়ি পেতে হলে আপনাকে যেতে হবে কদমরসুল পিরের মেলায়। গোঘাটের আসলহরিতে এই পিরের মেলা দীর্ঘদিন ধরে বসে আসছে। বর্তমানে অবশ্য তার নাম লোকমুখে বদলে কালো হাঁড়ির মেলা নামেই অধিক প্রসিদ্ধ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই মেলায় বহুদিন ধরে কালো হাঁড়ি বিক্রি হয়। বর্তমানে এই মেলাতেই একমাত্র এই বিশেষ ধরনের হাঁড়ি পাওয়া যায়। এখন বিক্রি অনেক কমে গেলেও কিছু পরিবার পুরনো ঐতিহ্য ধরে রেখে আজও এই কালো হাঁড়ি তৈরি করে। যা কদমরসুল পিরের মেলায় নিয়ে এসে বিক্রি করেন তাঁরা। চারদিন ধরে এই বিক্রিবাটা চলে। বর্তমানে এই কালো হাঁড়ি মেলা চলছে। কিনতে চাইলে চলে আসতে পারেন হুগলির গোঘাটে।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2024 4:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: পোড়ামাটির কালো হাঁড়ির শীতল জল যেন প্রাণের আরাম! কোথায় গেলে পাবেন







