Bengali News: বাড়িতে পোষ্য আছে? তবে এই সুখবর আপনার জন্য

Last Updated:

অনেকেই আছেন যাঁদের বেশি টাকা খরচ করে পোষ্যদের জন্য জিনিস কেনা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত বিষয় মাথায় রেখে মনিদীপা নিজেই বর্ধমান শহরে একটি পেট শপ খুলে ফেলেন

+
পোষ্য 

পোষ্য 

পূর্ব বর্ধমান: পোষ্য প্রেমীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে খুলেছে একটি পেট শপ। যেখান থেকে পোষ্যদের বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাবে। এই পেট শপের কর্ণধার বর্ধমান শহরের বাসিন্দা মনিদীপা গড়াই। তাঁর নিজের বেশ কিছু পোষ্য প্রাণী রয়েছে। তবে নিজের পোষ্যদের প্রয়োজনে কোনও জিনিস কিনতে হলে শহরের বাইরে বিভিন্ন জায়গায় যেতে হত অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হত। আবার শহরের মধ্যে কোনও জিনিস পাওয়া গেলে তার দামও পড়ে যেত অনেকটা।
অনেকেই আছেন যাঁদের বেশি টাকা খরচ করে পোষ্যদের জন্য জিনিস কেনা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত বিষয় মাথায় রেখে মনিদীপা নিজেই বর্ধমান শহরে একটি পেট শপ খুলে ফেলেন। এই প্রসঙ্গে বলেন, মধ্যবিত্ত পরিবারের অনেকেই আছেন যাঁরা তাঁদের বাড়িতে পোষ্য রেখেছেন। কিন্তু তাঁরা তাঁদের পোষ্যদের জন্য সঠিক দামে কোনও জিনিস পান না। তবে এই পেট শপ থেকে কোনও মানুষই ফিরে যাবেন না। তাঁদের প্রয়োজনীয় সব জিনিসই এখান থেকেই পাবেন। সেটাও আবার অনেকটা কম টাকার মধ্যেই।
advertisement
advertisement
এখানে পোষ্য প্রাণীদের খাবার থেকে শুরু করে খেলনা, জামাকাপড়, চিরুনি, বেল্ট আরও অনেক কিছু পাওয়া যায়। বর্তমানে অনেকেই আছেন যারা পোষ্য প্রাণীদের পছন্দ করেন। তবে তাঁদের জন্য জেলা ছেড়ে বাইরে থেকে জিনিস কিনে আনা একটু হলেও কষ্টকর।
এই প্রসঙ্গে বর্ধমান শহরের কুকুর প্রশিক্ষক অর্ণব দাস বলেন, সাধারণ জিনিসগুলো শহরের মধ্যে পাওয়া গেলেও দাম অনেকটা বেশি পড়ত। আবার অনলাইনে কোনও জিনিস অর্ডার করলে সেটা আসতে সময় লাগত এবং আসার পরবর্তীতে অনেক সমস্যা দেখা যেত। তবে বর্ধমান শহরের এই পেট শপ থেকে অনেক নতুন জিনিস পাওয়া যাবে। এবং প্রত্যেকে নিজের চোখে, হাতে নিয়ে দেখে সেই জিনিস কিনতে পারবেন। আশা করা যায় এতে বর্ধমান শহর এবং জেলার প্রত্যেক পোষ্য প্রেমীর অনেক সুবিধা হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বর্ধমান শহরের উল্লাস মোড়, ঘোরদৌড়চটির কাছে এই পেট শপ রয়েছে। পেট শপটির নাম রাখা হয়েছে পাও ক্রাশ। সপ্তাহের প্রত্যেকদিনই দু’বেলায় এই দোকান খোলা থাকবে বলেও জানা গিয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বাড়িতে পোষ্য আছে? তবে এই সুখবর আপনার জন্য
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement