Bengali News: মিষ্টি, মাদুর, ল্যাংচার পর এবার রাজ্যে উডেন হাব! ঠিক কী জানা গেল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
কাঠের হাব বা উডেন হাব তৈরির দাবি উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। এখানে বিস্তীর্ণ এলাকায় অসংখ্য কাঠের আসবাবপত্র বা ফার্নিচার তৈরির কারখানা আছে
পূর্ব মেদিনীপুর: মাদুর হাব, মিষ্টি হাব, ল্যাংচা হাবের পর এবার উডেন হাব তৈরির চিন্তাভাবনা। এই দাবি জানালেন কাঠের আসবাবপত্র তৈরির কারখানার মালিকরা। এই হাব গড়ে উঠলে মালিকদের পাশাপাশি উপকৃত হবেন কাঠমিস্ত্রিরা।
আরও পড়ুন: সরস্বতী পুজোর আগেই দূর হল কুল নিয়ে আশঙ্কা
কাঠের হাব বা উডেন হাব তৈরির দাবি উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। এখানে বিস্তীর্ণ এলাকায় অসংখ্য কাঠের আসবাবপত্র বা ফার্নিচার তৈরির কারখানা আছে। এখানকার কাঠের ফার্নিচার ওড়িশা, বিহার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যায়। পাঁশকুড়া ব্লক ও শহর এলাকায় ২৫ থেকে ৩০ টির মতো ছোট-বড় কাঠের আসবাব তৈরির কারখানা গড়ে উঠেছে। সেই কারখানাগুলিতে হাজার হাজার শ্রমিক ও শিল্পী কাজ করেন। এই কারখানাগুলির উপর নির্ভর করে কয়েক হাজার পরিবারের সংসার চলে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের ঘাটলে স্বর্ণ হাব গড়ে তোলার আবেদন জানানো হয়েছিল। সেই মতো রাজ্য সরকার স্বর্ণ হাব গড়ে তোলার প্রস্তুতি শুরু করেছে। স্বর্ণ হাবের মত যাতে পাশের জেলার পাঁশকুড়ায় উডেন হাব গড়ে তোলা যায় তার আবেদন জানান হয়েছে প্রশাসনের কাছে। কারখানার মালিক জামির ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পাঁশকুড়ায় কাঠের নানা ধরনের সরঞ্জাম তারি হয়ে দেশের বিভিন্ন রাজ্যে রফতনি হয়ে থাকে। রাজ্য সরকার যদি উডেন হাব গড়ে তোলার ব্যবস্থা করে তাহলে অনেকেই উপকৃত হবে। কর্ম সংস্থানও বাড়বে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র জানান, পাঁশকুড়া ব্লক ও শহর এলাকাজুড়ে ছোট-বড় বহু কারখানা আছে। সেখানে বহু মানুষ কাজ করে স্বনির্ভর হচ্ছেন। আগামীদিনে যাতে সরকারি উদ্যোগে উডেন হাব গড়ে তোলা যায় সেদিকে আমাদের নজর থাকবে। উডেন হাব গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় এর আগে মাছ চাষ নিয়ে একটি মৎস্যহাব গড়ে ওঠার কথা হয়েছিল ময়নাতে। তারপর এবার পাঁশকুড়ায় উডেন হাব তৈরির প্রস্তাব এল
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 5:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মিষ্টি, মাদুর, ল্যাংচার পর এবার রাজ্যে উডেন হাব! ঠিক কী জানা গেল