Saraswati Puja 2024: সরস্বতী পুজোর আগেই দূর হল কুল নিয়ে আশঙ্কা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
সরস্বতী পুজোয় কুলের ব্যাপক চাহিদা থাকে। কিন্তু দিন পনেরো আগেও পূর্বস্থলীর কুল চাষিরা কুলের সঠিক দাম পাচ্ছিলেন না
পূর্ব বর্ধমান: বেশ কয়েক বছর ধরেই পূর্বস্থলী-২ ব্লকে বিভিন্ন রকমের কুলের চাষ হচ্ছে। দিনে দিনে সেই চাষ বাড়ছে। পূর্বস্থলী এলাকায় অনেকেই আছেন যাঁরা সবজি বা ফুল চাষ ছেড়ে কুল চাষ শুরু করেছেন। এতে আয় বেশি হচ্ছে। এই ব্লকের সরডাঙা, রানিপুর, মোয়াইল, দোঘড়ি-সহ বহু এলাকাতে বাও কুল, বল সুন্দরী, সুন্দরী, মিস ইন্ডিয়া প্রজাতির কুল চাষ হয়। এই এলাকার চাষিদের থেকে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসমের পাইকারেরাও কিনে নিয়ে যান কুল। মূলত শীতের মরশুমে পাইকারি বাজারগুলিতে কুল বিক্রির রমরমা থাকে। কিন্তু এবার সরস্বতী পুজোর আগে কুল নিয়ে দেখা দিয়েছিল আশঙ্কা।
সরস্বতী পুজোয় কুলের ব্যাপক চাহিদা থাকে। কিন্তু দিন পনেরো আগেও পূর্বস্থলীর কুল চাষিরা কুলের সঠিক দাম পাচ্ছিলেন না। ঠিক দাম না পাওয়ায় খুবই চিন্তায় ছিলেন চাষিরা। মূলত আবহাওয়া জনিত কারণেই কুলের দাম অত্যন্ত কম ছিল। আসছিলেন না বাইরের পাইকাররাও। এই অবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল কৃষকদের মধ্যে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
১ বিঘা জমিতে কুল চাষের খরচ প্রায় ৩৫ হাজার টাকা। কিন্তু ফলন ভাল হলেও চাহিদা কম থাকায় দাম উঠছিল না। ফলে সরস্বতী পুজোয় চাষিরা কুলের সঠিক দাম পাবেন কিনা তা নিয়ে ব্যাপক চিন্তা তৈরি হয়েছিল। আশঙ্কা করেছিলেন সরস্বতী পুজোতেও হয়তো কুলের সঠিক দাম পাওয়া যাবে না। কিন্তু সরস্বতী পুজোর ঠিক আগে চাষিদের সেই আশঙ্কা দূর হল। জানা গিয়েছে সরস্বতী পুজোর আগে পূর্বস্থলী এলাকার চাষিদের কুল বাজারে বেশ ভাল দামে বিক্রি হচ্ছে। বলরাম মণ্ডল নামে এক কুল চাষি বলেন, গতবছর কুলের খুবই খারাপ বাজার গিয়েছিল। কিন্তু এইবছর প্রচুর কুল বিক্রি হয়েছে । গতবছরের তুলনায় এবছর কুলের বাজার অনেক ভাল রয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 4:56 PM IST