Bengali News: টুকলিতে বাধা দেওয়ায় কলেজে ধ্বংসলীলা! বিস্তারিত জানলে চমকে উঠবেন

Last Updated:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ-জেনারেলের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলছে। মঙ্গলবার ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা

+
ভাঙচুর

ভাঙচুর করা হয়েছে কলেজের পাখা

বীরভূম: পরীক্ষায় নকল করতে বাধা দিয়ে যেন ঘোর অন্যায় করেছেন কলেজের শিক্ষকরা! সেই অন্যায়ের ‘শাস্তি’ দিতেই ভেঙেচুরে চুরমার করে দেওয়া হল কলেজের পাখা, বেঞ্চ, বাথরুমের কল প্রভৃতি। এ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা? পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে, আর তাতে শিক্ষকরা বাধা দিলে ভাঙচুর চালাবে ছাত্রছাত্রীরা! এবারের ঘটনাস্থল বীরভূমের মল্লারপুর টুরকুল হাঁসদা লপসা হেমব্রম কলেজে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ-জেনারেলের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলছে। মঙ্গলবার ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। মল্লারপুর টুরকুল হাঁসদা লপসা হেমব্রম কলেজে সিট পড়েছে সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের। পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়। নিয়মমাফিক মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই পরীক্ষার্থীদের খাতাও নিয়ে নেন পরীক্ষকরা। এরপর তাদের রুম থেকে বের করে দেওয়া হয়। কিন্তু পরীক্ষা শেষেরপর দেখা যায় কলেজে কার্যত তাণ্ডব চালিয়েছে কে বা কারা। কলেজ কর্তৃপক্ষের সন্দেহ, অসৎ উপায় অবলম্বন করায় যে পরীক্ষার্থীদের হল থেকে বার করে দেওয়া হয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে মল্লারপুর টুরকুল হাঁসদা লপসা হেমব্রম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন মুখোপাধ্যায় বলেন, গোটা বিষয়টি সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে। কলেজের দোতলায় একটি ঘরের চার-পাঁচটি সিলিং ফ্যান ভেঙেছে, শৌচাগারের কলও ভাঙা। তবে নজরদারি ক্যামেরা না থাকায় কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা সরাসরি চিহ্নিত করা যায়নি।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে বিদ্যাসাগর কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ তপনকুমারবাবু বলেন, ঠিক কী ঘটেছে, কারা করেছে এ বিষয়ে কাউকে চিহ্নিত করা যায়নি। সেই কারণে পরীক্ষার্থীদের জিজ্ঞাসাও করা যাচ্ছে না। তবে যেটা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক।যদি আসল দোষীদের শনাক্ত করা যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করব। পড়ুয়াদের এই ধরনের প্রবণতা নিয়ে চিন্তিত শিক্ষক মহল।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: টুকলিতে বাধা দেওয়ায় কলেজে ধ্বংসলীলা! বিস্তারিত জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement