Bengali News: শান্তিপুরি তাঁতের নকশা দেখতে জাপান থেকে এল প্রতিনিধি

Last Updated:

শান্তিপুর হ্যান্ড ডিজাইন অ্যাসোসিয়েশন তৈরি হয় ২০০৭ সালে। এটি ২০০৮ সালে সরকারিভাবে রেজিস্ট্রেশন পায়। তখন এখানে সদস্য ছিল মাত্র ১২ জন

+
শান্তিপুরে

শান্তিপুরে তাঁতের শাড়ির ডিজাইন দেখছেন জাপানের প্রতিনিধিরা

নদিয়া: ২০০৭ সালে রেজিস্টার হওয়া শান্তিপুর হ্যান্ড ডিজাইনার অ্যাসোসিয়েশনে এদিন সুদূর জাপান থেকে প্রতিনিধিরা এলেন। তাঁরা এখানকার তাঁতের নকশা বা ডিজাইন পরখ করে দেখেন। ভবিষ্যতে ইন্দো-জাপান মৌ চুক্তিতে উপকৃত হতে পারে শান্তিপুর হ্যান্ড ডিজাইন অ্যাসোসিয়েশন।
শান্তিপুর হ্যান্ড ডিজাইন অ্যাসোসিয়েশন তৈরি হয় ২০০৭ সালে। এটি ২০০৮ সালে সরকারিভাবে রেজিস্ট্রেশন পায়। তখন এখানে সদস্য ছিল মাত্র ১২ জন। টালির ঘরে শুরু হয় তাদের লড়াই। অনেকেই সংস্থা টিকিয়ে রাখতে শেষ সম্বল খুইয়েছেন। তবে সুদিন ফিরেছে, সংস্থাটি এখন পথ দেখাচ্ছে বহু বেকারদের।
advertisement
advertisement
এদিন সুদূর জাপান থেকে শান্তিপুরে আসা প্রতিনিধিরা সংস্থার কাছ থেকে যাবতীয় বৃত্তান্ত শোনেন। কিভাবে তাঁদের পথ চলা শুরু, বর্তমানে কীভাবে তাঁদের কাজের প্রক্রিয়াকরণ করা হয় সেই সমস্ত কথাই আলোচনা করা হল এই দিন। ভবিষ্যতে ইন্দো-জাপানের মিলিত চুক্তিতে উপকৃত হবে শান্তিপুরের এই ডিজাইনার সংস্থা।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
অন্যদিকে জাপানি ফ্যাশন ডিজাইন এবং বস্ত্র বয়ন দফতরের অভিজ্ঞরাও ঘুরে দেখলেন চরকাতে সুতো কাটা থেকে শুরু করে ড্রাম হাটা, জামদানি বুনন কিংবা হাতে গুটি তোলার মত নানান বিস্ময়কর কর্মদক্ষতা। তাঁরা জানান, এখানকার অত্যন্ত সুদক্ষ নিপুণ শিল্পীরা কাজ পাচ্ছেন না। অথচ সেখানকার প্রয়োজন অনুযায়ী রং, ডিজাইন এবং বস্ত্রের বিভিন্ন বিভাগ খুঁজে বেড়াচ্ছে ম্যানপাওয়ার। আর এই দুই দেশ একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে ফ্যাশন ডিজাইন এবং বস্ত্র বয়নের ক্ষেত্রে। সারা বিশ্বের মাঝে তারা সাড়া ফেলতে পারবে এই দুয়ের মেলবন্ধনে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: শান্তিপুরি তাঁতের নকশা দেখতে জাপান থেকে এল প্রতিনিধি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement