Bengali News: সকাল থেকে সময় কাটে 'ওদের' নিয়ে, অবসরপ্রাপ্ত কর্মীর নেশা আপনাকে চমকে দেবে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
বেলদার বাসিন্দা অতুলচন্দ্র জানা চাকরি থেকে অবসর নেওয়ার পর গাছের সঙ্গেই কাটিয়ে দেন দিনের একটা বড় সময়
পশ্চিম মেদিনীপুর: সারাদিন সময় কাটে গাছের সঙ্গে আলাপচারিতায়। কর্মজীবন থেকে অবসরের পর সকাল থেকে সন্ধে ফুলের গাছ, বাগান যেন তাঁর পরম সঙ্গী। গাছের পরিচর্যা, নতুন গাছ লাগানো তাঁর নিত্যদিনের কাজ। এই নেশাতেই কেটে যাচ্ছে অবসর পরবর্তী জীবন।
বেলদার বাসিন্দা অতুলচন্দ্র জানা চাকরি থেকে অবসর নেওয়ার পর গাছের সঙ্গেই কাটিয়ে দেন দিনের একটা বড় সময়। বাড়ির নিচে সামান্য জায়গা ও ছাদের বাগান জুড়ে প্রায় তিনশোর বেশি ফুলের গাছ লাগিয়েছেন তিনি। নিতান্তই শখের বশে গোটা ঘরজুড়ে শুধু বাহারি ফুলের গাছ বড় করে তুলেছেন এই ব্যক্তি।
advertisement
advertisement
ছোট থেকেই শখ থাকায় কর্মজীবন থেকে অবসরের পর বাড়িতেই সাজিয়েছেন ছোট্ট বাগান। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা অতুলচন্দ্র জানা নিজের ঘরের ছাদ বাগান, বাড়ির চারপাশ সাজিয়েছেন নানান সিজিনাল ফুলের গাছে। কর্মজীবন থেকে অবসরের পর নিজের বাড়িতেই প্রায় ৪০ প্রজাতির বোগেনভেলিয়া গাছ লাগিয়েছেন। ছাদজুড়ে গোলাপী, লাল, কমলা মিলিয়ে প্রায় ৪০ টি রঙের ৪০ টি প্রজাতির ৫০ এর’ও বেশি বোগেনভেলিয়া গাছ রয়েছে।
advertisement
এছাড়াও বাগানে চন্দ্রমল্লিকা, পমপম, জবার বিভিন্ন প্রজাতি সহ একাধিক ফুলের গাছ রয়েছে অতুলবাবুর বাগানে। সকাল থেকে উঠেই তিনি লেগে পড়েন গাছের পরিচর্যায়। মূলত এটাই তাঁর নেশা। গাছে জল দেওয়া, সার দেওয়া কিংবা গাছের যাবতীয় পরিচর্যায় সারাটাদিন বাগানেই কাটে। কর্মজীবন থেকে অবসরের পর গাছের সঙ্গে দিন কাটিয়ে মানসিক প্রশান্তি পান। তবে বিক্রির জন্য নয়, সম্পূর্ণ শখের বসেই তাঁর এই বাগান।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সকলের কাছে ছোট্ট পরিসরে গাছের পরিচর্যা, বাগান তৈরির আবেদন জানিয়েছেন তিনি। লাল, হলুদ, নীল, কমলা, সাদা রঙের ফুলে ছেয়েছে অতুলবাবুর বাড়ি। সকাল থেকেই হানা দেয় মৌমাছি-প্রজাপতির দল। এই নেশা থেকেই আনন্দ খুঁজে পান তিনি।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 3:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: সকাল থেকে সময় কাটে 'ওদের' নিয়ে, অবসরপ্রাপ্ত কর্মীর নেশা আপনাকে চমকে দেবে
