Snake Rescue: ভয়ঙ্কর চন্দ্রবোড়া খালি হাতেই ধরল যুবক! তাও একটা নয় তিন তিনটে

Last Updated:

শীত কমতে না কমতেই দেখা দিয়েছে বিষধর সাপ। নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের অন্তর্গত নতুন বুইচা এলাকায় গত কয়েকদিনে উৎপাত বেড়েছে সাপের

উদ্ধার হওয়া বিষধর চন্দ্রবোড়া সাপ
উদ্ধার হওয়া বিষধর চন্দ্রবোড়া সাপ
নদিয়া: যে সাপের বিষ শরীরে ঢুকলে ধীরে ধীরে স্নায়ু বিকল হয়ে মৃত্যু অবধারিত, সেই সাপকেই কিনা খালি হাতে ধরলেন যুবক! কোন‌ও কিছু না নিয়ে খালি হাতে তিনটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া বোতলবন্দি করে সকলকে চমকে দিলেন ফুলিয়ার স্বপন বিশ্বাস।
শীত কমতে না কমতেই দেখা দিয়েছে বিষধর সাপ। নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের অন্তর্গত নতুন বুইচা এলাকায় গত কয়েকদিনে উৎপাত বেড়েছে সাপের। ওই গ্রামেরই বাসিন্দা স্বপন বিশ্বাস। তিনি জানান, বেশ কয়েকবার এই নিয়ে বন দফতরে ফোন করলেও সুরাহা হয়নি। বন দফতর থেকে জানানো হয়, ঘরের মধ্যে সাপ ঢুকে না পড়লে তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এদিকে বেশ কয়েকটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ কখনও বাড়ির উঠোনে, কখনও আবার যাতায়াতের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ফলে ব্যাপক আতঙ্কে ভুগতে শুরু করে এলাকার মানুষ।
advertisement
advertisement
এরপরই এলাকাবাসীদের স্বস্তি দিতে স্বপন বিশ্বাস নামে ওই যুবক খালি হাতে এক এক করে তিনটি চন্দ্রবোড়া ধরে সেগুলি বোতলবন্দি করেন। পরে নিয়মমাফিক বনকর্মীদের ডেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় বোতলবন্দি সাপগুলো। ওই যুবক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাপেদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। আবার মানুষেরও যাতে বিপদ না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তাই তিনি নিজে থেকেই সাপগুলো ধরে বন দফতরের হাতে তুলে দিয়েছেন, যাতে সেগুলোকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য চন্দ্রবোড়া সাপ ভয়ঙ্কর বিষধর। এই সাপে থাকে হিমোটক্সিন নামক এক মারাত্মক বিষ। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, এই সাপ ছোবল মারলে একটুও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে সরকারি রোগীকে নিয়ে যেতে হবে। সেখানে বিনামূল্যে সাপে কামড়ানোর ভ্যাকসিন পাওয়া যায়, সেই অ্যান্টিভেনাম দ্রুত রোগীকে দিলে তবেই প্রাণ বাঁচানো সম্ভব।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Rescue: ভয়ঙ্কর চন্দ্রবোড়া খালি হাতেই ধরল যুবক! তাও একটা নয় তিন তিনটে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement