Snake Rescue: ভয়ঙ্কর চন্দ্রবোড়া খালি হাতেই ধরল যুবক! তাও একটা নয় তিন তিনটে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
শীত কমতে না কমতেই দেখা দিয়েছে বিষধর সাপ। নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের অন্তর্গত নতুন বুইচা এলাকায় গত কয়েকদিনে উৎপাত বেড়েছে সাপের
নদিয়া: যে সাপের বিষ শরীরে ঢুকলে ধীরে ধীরে স্নায়ু বিকল হয়ে মৃত্যু অবধারিত, সেই সাপকেই কিনা খালি হাতে ধরলেন যুবক! কোনও কিছু না নিয়ে খালি হাতে তিনটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া বোতলবন্দি করে সকলকে চমকে দিলেন ফুলিয়ার স্বপন বিশ্বাস।
শীত কমতে না কমতেই দেখা দিয়েছে বিষধর সাপ। নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের অন্তর্গত নতুন বুইচা এলাকায় গত কয়েকদিনে উৎপাত বেড়েছে সাপের। ওই গ্রামেরই বাসিন্দা স্বপন বিশ্বাস। তিনি জানান, বেশ কয়েকবার এই নিয়ে বন দফতরে ফোন করলেও সুরাহা হয়নি। বন দফতর থেকে জানানো হয়, ঘরের মধ্যে সাপ ঢুকে না পড়লে তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এদিকে বেশ কয়েকটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ কখনও বাড়ির উঠোনে, কখনও আবার যাতায়াতের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ফলে ব্যাপক আতঙ্কে ভুগতে শুরু করে এলাকার মানুষ।
advertisement
advertisement
এরপরই এলাকাবাসীদের স্বস্তি দিতে স্বপন বিশ্বাস নামে ওই যুবক খালি হাতে এক এক করে তিনটি চন্দ্রবোড়া ধরে সেগুলি বোতলবন্দি করেন। পরে নিয়মমাফিক বনকর্মীদের ডেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় বোতলবন্দি সাপগুলো। ওই যুবক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাপেদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। আবার মানুষেরও যাতে বিপদ না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তাই তিনি নিজে থেকেই সাপগুলো ধরে বন দফতরের হাতে তুলে দিয়েছেন, যাতে সেগুলোকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য চন্দ্রবোড়া সাপ ভয়ঙ্কর বিষধর। এই সাপে থাকে হিমোটক্সিন নামক এক মারাত্মক বিষ। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, এই সাপ ছোবল মারলে একটুও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে সরকারি রোগীকে নিয়ে যেতে হবে। সেখানে বিনামূল্যে সাপে কামড়ানোর ভ্যাকসিন পাওয়া যায়, সেই অ্যান্টিভেনাম দ্রুত রোগীকে দিলে তবেই প্রাণ বাঁচানো সম্ভব।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 3:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Rescue: ভয়ঙ্কর চন্দ্রবোড়া খালি হাতেই ধরল যুবক! তাও একটা নয় তিন তিনটে

