খারাপ আবহাওয়ায় টানা তুষারপাত! চার-পাঁচ দিন জীবনের ঝুঁকি নিয়ে দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে বাঙালি
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
৬ই অগাস্ট সকাল ৩টা ০৬ মিনিটে ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী শুভেন্দু মণ্ডল। দুই শেরপার সহায়তায় তিনি প্রথমবার সফলভাবে পা রাখলেন দারচা মায়ার ভ্যালির এক অনামী শৃঙ্গের চূড়ায়।
সোনারপুর, সুমন সাহা: দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে প্রথম সাফল্য, বাঙালি অভিযাত্রী শুভেন্দু মণ্ডলের ঐতিহাসিক আরোহণ। উচ্চতার চ্যালেঞ্জ আর অনিশ্চিত আবহাওয়া পেরিয়ে, ৬ অগাস্ট সকাল ৩টা ০৬ মিনিটে ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী শুভেন্দু মণ্ডল। দুই শেরপার সহায়তায় তিনি প্রথমবার সফলভাবে পা রাখলেন দারচা মায়ার ভ্যালির এক অনামী শৃঙ্গের চূড়ায়।
এর আগে ২০১৫ সালে একটি বিদেশি দল ৫,৫৫০ মিটার পর্যন্ত উঠেও খারাপ আবহাওয়ার কারণে অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছিল। গত ২৯ জুলাই কলকাতা থেকে দারচা উদ্দেশে রওনা হয় পাঁচ সদস্যের দলটি। দলের সদস্যরা হলেন—অর্পিতা রায় (হিন্দমোটর), অনুসূয়া দে (গুড়াপ), ময়ূর বণিক (বর্তমানে হিমাচলপ্রদেশে বসবাসকারী), নির্মল কুমার (উত্তরাখণ্ডের বাসিন্দা) এবং সোনারপুরের শুভেন্দু মণ্ডল।
advertisement
advertisement
অভিযানের প্রথম চার-পাঁচ দিন ছিল প্রবল চ্যালেঞ্জিং—অবিরাম তুষারপাত, তীব্র ঠান্ডা আর দমকা হাওয়ায় শিবিরে আটকে থাকতে হয়েছিল তাদের। তবে পঞ্চম দিন থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হলে শুরু হয় মূল আরোহণের প্রস্তুতি। নির্দিষ্ট সময়ে পরিকল্পনা মেনে এগোতে গিয়ে দলের মনোবলই ছিল সবচেয়ে বড় শক্তি।
advertisement
৬ অগাস্ট ভোররাতে চূড়ান্ত আরোহণ শুরু শুভেন্দু, সঙ্গে দুই শেরপা। দীর্ঘ সময় ধরে কঠিন ঢাল বেয়ে ওঠার পর, সকাল ৩টা ০৬ মিনিটে শীর্ষে পৌঁছে যায় তারা। এই সাফল্য শুধু দলের জন্য নয়, ভারতের পর্বতারোহণ ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করল। শুভেন্দু জানান, অনামী শৃঙ্গ জয় করা মানে শুধু উচ্চতার রেকর্ড নয়, প্রকৃতির সঙ্গে এক গভীর সংলাপ যেখানে ধৈর্য, সাহস আর দলগত চেতনার জয় হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 12:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খারাপ আবহাওয়ায় টানা তুষারপাত! চার-পাঁচ দিন জীবনের ঝুঁকি নিয়ে দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে বাঙালি