Bengal Tourism: ভয়ঙ্কর সুন্দর! বাঁধ থেকে ৩০০০ কিউসেক জল ছাড়ার দৃশ্য দেখে মুগ্ধ মুকুটমনিপুরে আসা পর্যটকরা

Last Updated:

জলাধারের মেন গেট দিয়ে কংসাবতী নদীতে জল ছাড়ার সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখার জন্য জলাধারের পাড়ে ভিড় করেন পর্যটকরা। মুকুটমনিপুরের পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে এসে জল ছাড়া দৃশ্য দেখতে পাওয়া যেন বাড়তি পাওনা

+
জল

জল ছাড়ার দৃশ্য 

বাঁকুড়া: ‘ঝর ঝর ঝর্ণা…’
মুকুটমনিপুর বাঁধ থেকে ছাড়া জল দেখে এমনই উচ্ছ্বল হয়ে উঠল পর্যটকদের মন। সেক অনিন্দ্য সুন্দর দৃশ্য। মুকুটমনিপুর জলাধার থেকে ৩০০০ কিউসেক জল ছাড়া হল কংসাবতী নদীতে। পর্যটনের অফ সিজনে এমন দৃশ্য দেখে খুশি পর্যটকরা।
advertisement
সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে জলাধারের ভিতর প্রয়োজনীয় মেরামতির কাজের জন্য জলাধার থেকে জল ছাড়া হয়েছে। না হলে এমন সময়ে এতটা জল ছাড়ার কথা নয়। বর্তমানে মুকুটমণিপুর জলাধারের জলস্তরের উচ্চতা ৪১৩ ফুট। তবে কংসাবতী নদীতে জল ছাড়ার ফলে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে।
advertisement
এদিকে জলাধার থেকে জল ছাড়ার কারণে দুর্ঘটনা এড়াতে নদী তীরবর্তী এলাকাগুলিত প্রশাসনের তরফে মাইকিং করা হয়। জলাধারের মেন গেট দিয়ে কংসাবতী নদীতে জল ছাড়ার সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখার জন্য জলাধারের পাড়ে ভিড় করেন পর্যটকরা। মুকুটমনিপুরের পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে এসে জল ছাড়া দৃশ্য দেখতে পাওয়া যেন বাড়তি পাওনা বলে মনে করছেন পর্যটকরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মূলত এই সময়ে পর্যটকেরা পলাশ ফুল দেখতে বাঁকুড়ায় পাড়ি দেন। বাঁকুড়ার মুকুটমনিপুরেও দেখা যায় পলাশ ফুলের সম্ভার। যদিও এই বছর পলাশ ফুল একটু দেরিতে দেখা যাচ্ছে। তবুও পলাশের সন্ধানে বাঁকুড়ার রানি মুকুটমনিপুরে এসে বাড়তি পাওনা হল জল ছাড়ার দৃশ্য, এমনটাই বলছেন পর্যটকরা। কলকাতা থেকে মুকুটমনিপুরে ঘুরতে আসা পর্যটক চুমকি ঘোষ এই দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Tourism: ভয়ঙ্কর সুন্দর! বাঁধ থেকে ৩০০০ কিউসেক জল ছাড়ার দৃশ্য দেখে মুগ্ধ মুকুটমনিপুরে আসা পর্যটকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement