Bengal Municipal Election 2022: একদিকে রাহুল সিনহা অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস, সরগরম বর্ধমান 

Last Updated:

দিকে বিজেপি নেতা রাহুল সিনহা, অন্যদিকে শাসক দলের মন্ত্রী অরূপ বিশ্বাস। দুই নেতার বাকযুদ্ধে শনিবার সরগরম বর্ধমান

#বর্ধমান: একদিকে বিজেপি নেতা রাহুল সিনহা, অন্যদিকে শাসক দলের মন্ত্রী অরূপ বিশ্বাস। দুই নেতার বাকযুদ্ধে শনিবার সরগরম বর্ধমান। শনিবার,  বর্ধমানে নির্বাচনী প্রচারে (Bengal Municipal Election 20220 আসেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি ৭,৮,৯,১০ নং ওয়ার্ডে পদযাত্রা করেন। সঙ্গে ছিলেন চারটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা।
কালনা গেট থেকে শুরু হয়ে  ইছলাবাদ হাই স্কুলে গিয়ে পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''বর্ধমানের প্রশাসককে সিবিআই গ্রেফতার করেছে কয়েক মাস আগে। সিবিআই যদি ঠিকঠাক কাজ করত তাহলে ষাট শতাংশ তৃণমূল নেতা চুরি, কাটমানি, তেলাবাজির দায়ে জেলে থাকত। সিবিআই তদন্তে ঢিলেমি করছে। দ্রুততার সঙ্গে করছে না। তদন্ত আরও দ্রুত করা দরকার। যারা মানুষের পয়সা আত্মসাৎ করেছে, জন-উন্নয়নকে গ্রাস করেছে, তাদের সমাজে থাকার কোনও নৈতিক অধিকার নেই।''
advertisement
advertisement
তিনি আরও বলেন, ''কে কেন্দ্রের আর কে রাজ্যের তা দেখা আমার কাজ নয়। সাধারণ মানুষ মনে করছে, সিবিআই তদন্ত আরও জোরদার হওয়া উচিত।  যারা দোষী, তাদের সাজা হওয়া উচিত। তদন্ত চলছে না, তা আমি বলব না। সিবিআই পরপর নোটিশ দিচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে। প্রক্রিয়াকে জোরদার করা উচিত। কারণ. দোষীরা খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে।''
advertisement
রাহুল সিনহার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, '' সামনে পঞ্চায়েত নির্বাচন। উনি আগে পঞ্চায়েতের সদস্য হয়ে আসুন। তারপর ওঁর কথার উত্তর দেব।''  এদিন  বর্ধমান, মেমারি ও কালনায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। সংস্কৃতি লোকমঞ্চে তিনি বলেন, ''২ হাজার, ৩ হাজার ভোটে জিতলে সেটাই হবে মানুষের আশীর্বাদ। এটাই হবে গণতন্ত্রের পূজা। কিন্তু ২ হাজার ভোটকে ২ হাজার ৫০ করতে যাবেন না। এটাই দলীয় নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ।'' প্রার্থীদের নিয়ে দলীয় কর্মী বৈঠকে এইভাবে কড়া বার্তা দিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস।
advertisement
বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নিয়ে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন অরুপ বিশ্বাস।সেই বৈঠকে যোগ দিয়েই প্রার্থী এবং কর্মীদের উদ্দেশ্যে এই কড়া বার্তা দেন অরুপ বিশ্বাস।  যদিও পরে এই প্রসঙ্গে  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, '' মানুষের আশীর্বাদ ও উন্নয়নকে পাথেয় করেই প্রার্থীরা ভোট চাইবেন। মানুষের আশীর্বাদকে সঙ্গে নিয়ে তৃণমূল চলবে।''
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Municipal Election 2022: একদিকে রাহুল সিনহা অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস, সরগরম বর্ধমান 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement