Bengal Festival: ফাল্গুন সংক্রান্তিতে ঘেঁটু'র পালকি নিয়ে দোরে দোরে ঘোরে কচিকাঁচারা...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
ঘেঁটু পালকিতে মিটমিট করে জ্বলে আলো। যদিও এখন বৈদ্যুতিন আলোই ব্যবহার হয়। তবে কয়েক বছর আগেও কেরোসিনের লম্ফ বা লন্ঠন জ্বলতে দেখা যেত
হাওড়া: ফাল্গুন সংক্রান্তির সন্ধেয় ঘেঁটু পালকি আসে ঘরে ঘরে। আর তাকে ঘিরেই গ্রামের কচি-কাঁচাদের আনন্দের ঘেঁটু উৎসব। এদিন কচি-কাঁচারা দলবদ্ধভাবে গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে চাল, আলু, পয়সা আদায় করে। তাদের হাতে থাকে ঘেঁটুফুল দিয়ে সযত্নে সাজানো ঘেঁটুর পালকি। ঝুড়ি বা বাক্সের ভিতর ও বাইরে ঘেঁটু ফুল গেঁথে দেওয়া হয়। তার সঙ্গে আকন্দ এবং অশোক ফুল দিয়ে সাজানো থাকে ঠাকুরের মূর্তি।
ঘেঁটু পালকিতে মিটমিট করে জ্বলে আলো। যদিও এখন বৈদ্যুতিন আলোই ব্যবহার হয়। তবে কয়েক বছর আগেও কেরোসিনের লম্ফ বা লন্ঠন জ্বলতে দেখা যেত। ঝুরির উপর দড়ি দিয়ে হাতল অথবা লাঠি দিয়ে হাতল তৈরি করা হয়। এটির নাম ঘন্টকর্ণের পালকি। ঘেঁটু পালকি ছাড়াও এদিন নানা সাজে সেজে ওঠে ছোটরা। কেউ শিব, কেউ রাধাকৃষ্ণ আবার বর-কনের মত নানা সাজ দেখা যায়। ৪-৫ বছর বয়স থেকে ১০-১২ বছর বয়সের ছেলেমেয়েদের মধ্যেই ঘেঁটু উৎসবে অংশগ্রহণ সর্বাধিক। ফাল্গুন সংক্রান্তির সন্ধে নামলেই একহাতে ঘেঁটুর পালকি অন্য হাতে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে কচি-কাঁচারা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আকন্দ ঘেঁটু ও ধুতরো এই তিনটিই শিবঠাকুরের পরম প্রিয় ফুল। জানা যায়, পুরাণ-অনুসারে এই ঘেঁটু বা ঘণ্টকর্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে শিবের। সে কালের ছেলেবেলায় ঘেঁটু উৎসবের আনন্দ ছিল অন্য মাত্রায়। দিন কয়েক আগে থেকেই ঘেঁটু উৎসবের পরিকল্পনা চলত। আগের দিন বা ফাল্গুন সংক্রান্তির দিন সকাল থেকে ফুল সংগ্রহ থেকে ঘেঁটু পালকির প্রস্তুতি চলত।এই প্রসঙ্গে সৈকত ঘোষ জানান, সে সময় তিনদিন ধরে চলতে ঘেঁটু উৎসব। ঘেঁটু উৎসব ঘিরে তখন শৈশবের আনন্দটা অন্য মাত্রার ছিল। সবাই মিলে একটা ঘেঁটু নিয়ে বাড়ি বাড়ি ঘোরা হত।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2024 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Festival: ফাল্গুন সংক্রান্তিতে ঘেঁটু'র পালকি নিয়ে দোরে দোরে ঘোরে কচিকাঁচারা...