Bengal BJP: শুভেন্দুর জেলায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপি প্রার্থী কে? দল বলার আগেই ঘোষণা খোদ বিধায়কের! কে জানেন প্রার্থী? চমকে যাবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Bengal BJP: সোমবার নিজের নাম প্রার্থী হিসেবে প্রকাশ্য সভা মঞ্চে দাঁড়িয়েই জোর গলায় ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা।
ময়না: ২০২৬ সালের নির্বাচনে ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছেন অশোক দিন্দাই! ভোট কবে হবে, তার দিনক্ষণ ঘোষণা হয়নি। বিজেপির তরফেও ঘোষণা করা হয়নি দলীয় প্রার্থীদের নাম। তার আগেই নিজের পুরনো কেন্দ্রে তিনি প্রার্থী হচ্ছেন বলে জানিয়ে দিলেন অশোক দিন্দা।
advertisement
সোমবার নিজের নাম প্রার্থী হিসেবে প্রকাশ্য সভা মঞ্চে দাঁড়িয়েই জোর গলায় ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে দিলেন ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।
advertisement
advertisement
বর্তমানে ময়নার বিধায়ক বিজেপি নেতা ক্রিকেটার অশোক দিন্দাই। সেই অশোকই এদিন বলেন, বিজেপি দলে এভাবে আগে থেকে বলা যায় না। তবুও বলছি, আমিই এই কেন্দ্রের প্রার্থী হচ্ছি। এবং সেটা ৯৯ শতাংশেরও বেশি সঠিক এবং নিশ্চিত খবর।
advertisement
একেবারে জোর গলায় নিজেই নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা গজিলায়েকের মোড়ে বিজেপির বিজয়া সম্মিলনী মঞ্চে দাঁড়িয়েই তিনি এই কথা বলেন। তিনি বলেন, ”ময়নায় আমার প্রার্থী হওয়া কেউ আটকাতে পারবে না। আমি কথা দিতে পারি ৯৯%–এরও বেশি নিশ্চিত আমিই প্রার্থী হচ্ছি।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 1:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal BJP: শুভেন্দুর জেলায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপি প্রার্থী কে? দল বলার আগেই ঘোষণা খোদ বিধায়কের! কে জানেন প্রার্থী? চমকে যাবেন শুনে