কাজ করতে গিয়েই বিপদে! হরিয়ানায় দুই ভাইকে আটকাল পুলিশ, কারণ শুনলে চমকে যাবেন

Last Updated:

কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে হরিয়ানা পুলিশ তাদের আটক করেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।

ভেঙে পড়েছেন বৃদ্ধা মা।
ভেঙে পড়েছেন বৃদ্ধা মা।
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: দুই সন্তানতে আটকে রাখার অভিযোগ, অসহায় বৃদ্ধা মায়ের আর্তি। হরিয়ানায় আটকে রাখা হয়েছে উত্তর ২৪ পরগনার দুই শ্রমিককে, এমনই অভিযোগ উঠেছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা রুবিকুল আলী ও জাফর আলী দু’ভাই ক্যাটারিং-এর কাজে গিয়েছিলেন হরিয়ানায়। তাও প্রায় দু’মাস আগে।
কিন্তু হঠাৎ এক সপ্তাহ আগে স্থানীয় পুলিশ তাদের ধরে নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রথমদিকে একবারই ফোনে কথা বলতে পেরেছিলেন তারা। তারপর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। অভিযোগ, কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে হরিয়ানা পুলিশ তাদের আটক করেছে। পরিবারের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।
advertisement
advertisement
এদিকে পরিবারের আর্থিক অবস্থাও চরম সংকটে পড়েছে। দুই ভাই শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন। বৃদ্ধা মা একাই থাকেন গ্রামে। ছেলেরা নিয়মিত টাকা পাঠাত বলেই তার অন্ন সংস্থান হত। কিন্তু হঠাৎ করেই ছেলেদের পুলিশ আটকে রাখায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ক’দিন ধরেই কাঁদতে কাঁদতে তিনি প্রতিবেশীদের কাছে সাহায্য চাইছেন। তার আর্তি, ‘আমার দুই ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিন। তাদের ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারব না।” স্থানীয় মানুষও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনিক স্তরে হস্তক্ষেপ করে দ্রুত দুই ভাইকে মুক্ত করার দাবি জানিয়েছেন তারা। গ্রামের বাসিন্দাদের মতে, নিরীহ পরিশ্রমী যুবকদের এইভাবে আটক রাখা একেবারেই অমানবিক ও নিন্দনীয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাজ করতে গিয়েই বিপদে! হরিয়ানায় দুই ভাইকে আটকাল পুলিশ, কারণ শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement