কাজ করতে গিয়েই বিপদে! হরিয়ানায় দুই ভাইকে আটকাল পুলিশ, কারণ শুনলে চমকে যাবেন
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে হরিয়ানা পুলিশ তাদের আটক করেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: দুই সন্তানতে আটকে রাখার অভিযোগ, অসহায় বৃদ্ধা মায়ের আর্তি। হরিয়ানায় আটকে রাখা হয়েছে উত্তর ২৪ পরগনার দুই শ্রমিককে, এমনই অভিযোগ উঠেছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা রুবিকুল আলী ও জাফর আলী দু’ভাই ক্যাটারিং-এর কাজে গিয়েছিলেন হরিয়ানায়। তাও প্রায় দু’মাস আগে।
কিন্তু হঠাৎ এক সপ্তাহ আগে স্থানীয় পুলিশ তাদের ধরে নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রথমদিকে একবারই ফোনে কথা বলতে পেরেছিলেন তারা। তারপর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। অভিযোগ, কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে হরিয়ানা পুলিশ তাদের আটক করেছে। পরিবারের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।
advertisement
advertisement
এদিকে পরিবারের আর্থিক অবস্থাও চরম সংকটে পড়েছে। দুই ভাই শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন। বৃদ্ধা মা একাই থাকেন গ্রামে। ছেলেরা নিয়মিত টাকা পাঠাত বলেই তার অন্ন সংস্থান হত। কিন্তু হঠাৎ করেই ছেলেদের পুলিশ আটকে রাখায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ক’দিন ধরেই কাঁদতে কাঁদতে তিনি প্রতিবেশীদের কাছে সাহায্য চাইছেন। তার আর্তি, ‘আমার দুই ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিন। তাদের ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারব না।” স্থানীয় মানুষও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনিক স্তরে হস্তক্ষেপ করে দ্রুত দুই ভাইকে মুক্ত করার দাবি জানিয়েছেন তারা। গ্রামের বাসিন্দাদের মতে, নিরীহ পরিশ্রমী যুবকদের এইভাবে আটক রাখা একেবারেই অমানবিক ও নিন্দনীয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2025 2:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাজ করতে গিয়েই বিপদে! হরিয়ানায় দুই ভাইকে আটকাল পুলিশ, কারণ শুনলে চমকে যাবেন










