খুন করে ছেলে, দেহ ছ’টুকরো করে মায়ের সঙ্গে মিলে! বারুইপুর খুনে হাড়হিম তথ্য
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
গত ১৮ নভেম্বর মল্লিকপুর রোডের ডিহি মদনমল্যর একটি পুকুর থেকে উদ্ধার করা হয় প্রাক্তন নৌসেনা কর্মীর অর্ধেক দেহ।
#বারুইপুর: পরীক্ষার ফি দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে, বাবা ও ছেলের মধ্যে। বাবার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৩ হাজার টাকা চায় ছেলে রাজু চক্রবর্তী। মদ্যপ অবস্থায় ছিলেন উজ্জ্বল বাবু। ছেলেকে মারেন।
পালটা বাবাকে ধাক্কা দেয় ছেলে। তাতেই উজ্জ্বলবাবু পড়ে গেলে তার গলা টিপে ধরা হয়। শ্বাসরোধ করে খুন করে ছেলে। আর তারপরেই ঘটে নারকীয় কাণ্ড৷ বারুইপুর খুনে পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই তথ্য৷
বাবাকে গলা টিপে খুন করে ছেলে৷ কিন্তু উজ্জ্বল মারা গিয়েছেন, বুঝতে পেরে মা ছেলে হতভম্ব হয়ে পড়ে। দেহ লোপাটের পরিকল্পনা করে। বাড়িতেই ছিল করাত। তা দিয়ে দেহ ছ’টুকরো করা হয়। তারপর তা বস্তাবন্দি করে সাইকেলে চাপিয়ে দেহের বিভিন্ন অংশ নানান জায়গায় ফেলে আসা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ভেন্টিলেশনে কঠিনতর লড়াই ঐন্দ্রিলার, অভিনেত্রীর পাশে এ বার অরিজিৎ সিং
ঘটনা ঘটার পরের দিন অর্থাৎ ১৫ তারিখ ভোরবেলা মিসিং ডাইরি করা হয়। ছেলে ও মাকে আজ সকাল থেকেই দফায় ধরনের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শেষে তাতেই ভেঙে পড়ে দু’জনেই। অবশেষে খুনের কথা স্বীকার করে তাঁরা। দেহের বাকি অংশ পাওয়া গেলেও কোমর ও পা এখনো পাওয়া যায়নি।
advertisement
সম্প্রতি দিল্লিতে সন্ধান মেলে খুনি আফতাবের৷ যে তার প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকারকে মেরে, কেটে টুকরো করে ছড়িয়ে দিয়েছিল রাজধানীর বিভিন্ন অংশে৷ এ বার সেই আতঙ্কই ফিরল রাজ্যে৷ গত ১৭ নভেম্বর মল্লিকপুর রোডের ডিহি মদনমল্যর একটি পুকুর থেকে উদ্ধার করা হয় প্রাক্তন নৌসেনা কর্মীর অর্ধেক দেহ। তাঁর দেহের উপরের অংশ শুধু পাওয়া যায়৷ হাত, পা কাটা ছিল৷ সেই কাটা অংশের এখনও সন্ধান পায়নি পুলিশ৷
advertisement
অর্পণ মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 11:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুন করে ছেলে, দেহ ছ’টুকরো করে মায়ের সঙ্গে মিলে! বারুইপুর খুনে হাড়হিম তথ্য

