এখনও ভেন্টিলেশনে লড়ছেন, শনিবার কেমন আছেন 'জিয়নকাঠি'র নায়িকা ঐন্দ্রিলা
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
গত ২ নভেম্বর স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। নিউরো সার্জেন ডক্টর নীলয় বিশ্বাসের তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেও অপারেশন,আর তার পর থেকে প্রায় দু'সপ্তাহ কেটে গিয়েছে।
#কলকাতা: শারীরিক অবস্থার নতুন করে কোনও উন্নতি বা অবনতি হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের পর থেকে প্রায় একই রকম রয়েছেন ঐন্দ্রিলা শর্মা। ফুল ভেন্টিলেশনে ২৪ বছরের অভিনেত্রী। অক্সিজেন চলছে।
শুক্রবার স্বস্তির খবর দিয়েছেন ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী চৌধুরী। ফেসবুকে অভিনেতা জানিয়েছেন, হার্টরেট, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়েছে। তাই তাঁর লেখায়, 'ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে।' তাতে ভক্তমহল থেকে শুরু করে বন্ধুরা সকলেই শান্তি পেয়েছেন।
advertisement
ফেসবুকে সব্যসাচী লিখেছেন, 'যখন আমি বিমর্ষমুখে নিচে দাঁড়িয়ে, হঠাৎ হাত নড়ে ওঠে ঐন্দ্রিলার। খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখি হার্টরেট এক লাফে ৯১, রক্তচাপ বেড়ে ১৩০/৮০, শরীর ক্রমশ গরম হচ্ছে। কে বলে মিরাকেল হয় না? কে বলে ও চলে গেছে? এক প্রকার অনন্ত শূন্য থেকে এক ধাক্কায় ছিটকে ফিরে এলো মেয়েটা। গেছে বললেই ও যাবে না কি, যেতে দিলে তো যাবে। এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই আছে, এমন কি ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে। আগে ক্লিনিক্যালি সুস্থ হোক, নিউরোর কথা পরে ভাববো।'
advertisement
গত ২ নভেম্বর স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। নিউরো সার্জেন ডক্টর নীলয় বিশ্বাসের তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেও অপারেশন,আর তার পর থেকে প্রায় দু'সপ্তাহ কেটে গিয়েছে। মাঝে অভিনেত্রীর শারীরিক অবস্থা সামান্য উন্নতি হয়েছিল। তবে এই সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
advertisement
বুধবার থেকেই ঐন্দ্রিলা শর্মার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে।ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বুধবার সকালে হৃদরোগেও আক্রান্ত হন ঐন্দ্রিলা। অবস্থার অবনতি হতে থাকে। ভেন্টিলেশনের প্রেসার বাড়ানো হয়। কিন্তু গত দু'দিনে আবার খানিকটা স্থিতিশীল হয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 1:16 PM IST