Baroma | Abhishek Banerjee: বড়মা কালীর মন্দিরের উদ্বোধনে যেতে পারেননি, আজ কি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিরাপত্তা বাড়াচ্ছে কর্তৃপক্ষ

Last Updated:

Baroma Abhishek Banerjee: নৈহাটি বড়মা কালীপুজোকে কেন্দ্র করে বিশাল জনসমাগম হয়েছে গত কয়েকদিন ধরে। মঙ্গল ও বুধবার মন্দির চত্বরে আরও প্রচুর মানুষের আগমন ঘটবে।

বড়মার মন্দিরে যেতে পারেন অভিষেক
বড়মার মন্দিরে যেতে পারেন অভিষেক
নৈহাটি: অরবিন্দ রোডের কাছে বড়মা কালী মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নতুন মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ছিল তাঁর হাত ধরেই। তবে বিশেষ কাজ থাকার কারণে সেই অনুষ্ঠানে যেতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন মন্দিরের উদ্বোধনের জন্য শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার, ১৪ নভেম্বর বিকেলে তিনি পুজো দিতে যাচ্ছেন বড়মার মন্দিরে।
নৈহাটি বড়মা কালীপুজোকে কেন্দ্র করে বিশাল জনসমাগম হয়েছে গত কয়েকদিন ধরে। মঙ্গল ও বুধবার মন্দির চত্বরে আরও প্রচুর মানুষের আগমন ঘটবে। পাশাপাশি, অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে মন্দিরে। এর মাঝেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিতে যাচ্ছেন ফলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: আপনার কি শীতকালে নাক থেকে রক্ত পড়ে? কখনও ভেবেছেন কেন? অবশ্যই জানুন
এবারের পুজোয় বিশেষ আকর্ষণ রয়েছে দর্শনার্থীদের কাছে। একদিকে, মন্দিরের শতবর্ষ উদযাপন এবং নবনির্মিত মন্দিরের দারোদ্ঘাটন। নতুন মূর্তি প্রতিস্থাপনের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার ভক্ত সমাগম অনেকটাই বেশি হচ্ছে।
advertisement
advertisement
গত ৭ নভেম্বর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল নৈহাটি বড়মা মন্দিরে। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে এই কালীপুজোকে ঘিরে আলাদা উন্মাদনা থাকে। প্রচুর ভক্ত সমাগম হয়। অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন হয়।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baroma | Abhishek Banerjee: বড়মা কালীর মন্দিরের উদ্বোধনে যেতে পারেননি, আজ কি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিরাপত্তা বাড়াচ্ছে কর্তৃপক্ষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement