Baroma | Abhishek Banerjee: বড়মা কালীর মন্দিরের উদ্বোধনে যেতে পারেননি, আজ কি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিরাপত্তা বাড়াচ্ছে কর্তৃপক্ষ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Baroma Abhishek Banerjee: নৈহাটি বড়মা কালীপুজোকে কেন্দ্র করে বিশাল জনসমাগম হয়েছে গত কয়েকদিন ধরে। মঙ্গল ও বুধবার মন্দির চত্বরে আরও প্রচুর মানুষের আগমন ঘটবে।
নৈহাটি: অরবিন্দ রোডের কাছে বড়মা কালী মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নতুন মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ছিল তাঁর হাত ধরেই। তবে বিশেষ কাজ থাকার কারণে সেই অনুষ্ঠানে যেতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন মন্দিরের উদ্বোধনের জন্য শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার, ১৪ নভেম্বর বিকেলে তিনি পুজো দিতে যাচ্ছেন বড়মার মন্দিরে।
নৈহাটি বড়মা কালীপুজোকে কেন্দ্র করে বিশাল জনসমাগম হয়েছে গত কয়েকদিন ধরে। মঙ্গল ও বুধবার মন্দির চত্বরে আরও প্রচুর মানুষের আগমন ঘটবে। পাশাপাশি, অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে মন্দিরে। এর মাঝেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিতে যাচ্ছেন ফলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: আপনার কি শীতকালে নাক থেকে রক্ত পড়ে? কখনও ভেবেছেন কেন? অবশ্যই জানুন
এবারের পুজোয় বিশেষ আকর্ষণ রয়েছে দর্শনার্থীদের কাছে। একদিকে, মন্দিরের শতবর্ষ উদযাপন এবং নবনির্মিত মন্দিরের দারোদ্ঘাটন। নতুন মূর্তি প্রতিস্থাপনের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার ভক্ত সমাগম অনেকটাই বেশি হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সিগারেট ছাড়তে পারছেন না? এই কারণগুলি জানলে ধূমপান ছাড়ার প্রবল ইচ্ছে জাগবে! জানুন বিশেষজ্ঞের টিপস
গত ৭ নভেম্বর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল নৈহাটি বড়মা মন্দিরে। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে এই কালীপুজোকে ঘিরে আলাদা উন্মাদনা থাকে। প্রচুর ভক্ত সমাগম হয়। অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন হয়।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 10:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baroma | Abhishek Banerjee: বড়মা কালীর মন্দিরের উদ্বোধনে যেতে পারেননি, আজ কি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিরাপত্তা বাড়াচ্ছে কর্তৃপক্ষ