Bardhaman Ramanabagan Sanctuary: পশু-পাখি ভালবাসেন? দত্তক নিতে চান? বর্ধমানের অভয়ারণ্য পশুপ্রেমীদের দিচ্ছে দারুন সুযোগ

Last Updated:

Bardhaman News: বনের পশু-পাখির প্রতি আপনার ভাল লাগা রয়েছে! ওদের জন্য কিছু করতে চান! তা হলে এই প্রতিবেদন আপনার জন্যই।

#কলকাতা: পশুপাখি ভালবাসেন অনেকেই। অনেকের বাড়িতেই কুকুর, বিড়াল, খরগোশ সহ অনেক প্রাণী থাকে। কিন্তু যদি বন্যপ্রাণকেও আপন করে পাওয়া যায় তবে কেমন হয়? ভাবছেন তা কি করে সম্ভব!
বর্ধমান রমনাবাগান অভয়ারণ্য থেকে বন্যপ্রাণী দত্তক দেওয়ার প্রক্রিয়া শুরু হল। বর্ধমান বনবিভাগের রমনা বাগান মিনি জু-র চারটি বিভিন্ন প্রজাতির পশু পাখি দত্তক নিলেন কলকাতা ও বর্ধমান নিবাসী চারজন পশু প্রেমী। এঁদের মধ্যে তিন বছর বয়সী এবং চার বছর বয়সী দুই শিশুও রয়েছে।
আরও পড়ুন- কোনও নামজাদা ক্যাফে নয়, কৃষ্ণনগরে রাস্তার পাশের 'এই' দোকানে মিলছে 'চকোলেট' চা
বর্ধমান বন বিভাগের জেলা বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, এই রাজ্যে বছর দুয়েক আগে থেকেই আলিপুর ও দার্জিলিং চিড়িয়াখানা থেকে পশু পাখিদের দত্তক দেওয়ার কাজ চলছিল। বর্ধমানে এই প্রথম বন্যপ্রাণী দত্তক দেওয়ার প্রক্রিয়া শুরু করা হল।
advertisement
advertisement
তিনি জানিয়েছেন, এর ফলে প্রকৃতিতে বসবাসকারী মানুষ এবং পশুদের ভারসাম্য রক্ষায় এই ব্যবস্থা কার্যকরী হবে। তেমনই বন্যপ্রাণীদের প্রতি মানুষ আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠবে। ডিভিশনাল ফরেস্ট অফিসার আরও জানান, পশু পাখিদের দত্তক নিতে চেয়ে অনেকেই ইচ্ছা প্রকাশ করে আবেদন জানিয়ে আসছিলেন। এই প্রথম পশু পাখিদের দত্তক দেওয়ার কাজ সরকারিভাবে শুরু করা হল।
advertisement
দমদম নিবাসী এক দম্পতির তিন বছরের ছেল সৌর্য্য দেব একটি এমু পাখি দত্তক নিয়েছে। এছাড়াও চার বছর বয়সী ঋতাভন মুখোপাধ্যায় নামে বর্ধমানের এক শিশুও একটি দেশি টিয়া পাখি দত্তক নিয়েছে। এরই পাশপাশি বর্ধমানের পশুপ্রেমী অর্ণব দাস একটি ময়ূর এবং রশ্মি দাস ভট্টাচার্য্য একটি ময়ূর ও একটি রূপালী তিতির দত্তক গ্রহণ করেছেন
advertisement
আগামী একবছর দত্তক গ্রহণকারী সকলে রাজ্য বন দপ্তরের নির্ধারিত প্রাণী প্রতি বাৎসরিক অর্থ জমা দিয়ে তাদের দেখাশোনা করতে পারবেন। যদিও এই সমস্ত পশু পাখিদের যাবতীয় পর্যবেক্ষণ, দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ত্ব থাকবে বন বিভাগের উপরই।
আরও পড়ুন- ভয়ে কাঁপছে শিক্ষকরা-পড়ুয়ারা, যে কোন সময়... চন্দ্রকোণার এই স্কুলে হলটা কী?
জেলা বনাধিকারিক নিশা গোস্বামী ও অতিরিক্ত জেলা বনাধিকারিক সারদা সাহার উপস্থিতিতে দত্তক গ্রহণকারী সকলের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে রমনা বাগান চিড়িয়াখানার দত্তক নেওয়া পশুদের খাঁচার বাইরে দত্তক গ্রহণকারীদের নামের বোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
advertisement
এদিন কলকাতার সৌর্য্য দেবের বাবা স্বর্ণব দেব ও মা সঞ্চারী ভট্টাচার্য্য দেব জানিয়েছেন, এতে ছেলের জীব বৈচিত্রের প্রতি আকর্ষণ বাড়বে। তাছাড়া আমাদের বেচেঁ থাকার স্বার্থেই চারপাশের প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। সেই ভাবনা থেকেই বন্যপ্রাণী দত্তক নেওয়ার ভাবনা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Ramanabagan Sanctuary: পশু-পাখি ভালবাসেন? দত্তক নিতে চান? বর্ধমানের অভয়ারণ্য পশুপ্রেমীদের দিচ্ছে দারুন সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement