Viral Chocolate Tea|| কোনও নামজাদা ক্যাফে নয়, কৃষ্ণনগরে রাস্তার পাশের 'এই' দোকানে মিলছে 'চকোলেট' চা

Last Updated:

Chocolate Tea in Krishnagar: কৃষ্ণনগর রোড স্টেশন থেকে স্বরুপগঞ্জ ঘাট যাওয়ার পথে রাস্তার ডান দিকে পরে একটি দোকান। দোকানটি দেখতে একটি সাধারণ চায়ের দোকান হলেও পোস্টারে চায়ের মেনুর তালিকা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও।

চকোলেট চা। প্রতীকী ছবি।
চকোলেট চা। প্রতীকী ছবি।
#মৈনাক দেবনাথ, নদিয়া: চায়ের সাথে বাঙালির সম্পর্ক জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। সকালে ঘুম থেকে উঠে গরম ধোঁয়া ওঠা এক কাপ চায়ে চুমুক, এমনকি সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পাড়ার চায়ের দোকানে মাটির ভাঁড়ে চায়ের চুমুক, দুটোই চলে আসছে বহু যুগ ধরে। তবে বর্তমান প্রজন্ম অথেন্টিক চায়ের স্বাদের থেকে বেরিয়ে এসে পরখ করে দেখছে নতুন ধরনের চায়ের স্বাদ। যেমন কখনও তন্দুরি চা, কখনও বা চকোলেট চা, কখনও আবার বাটার চা। নানা রকমের চায়ের চাহিদা বাড়ছে হু হু করে।
এই সমস্ত ভিন্ন স্বাদের চা খেতে হলে আগে যেতে হতো কলকাতায়। তবে চকোলেট চা এখন পাওয়া যাচ্ছে কৃষ্ণনগরেই। কৃষ্ণনগর রোড স্টেশন থেকে স্বরুপগঞ্জ ঘাট যাওয়ার পথে রাস্তার ডান দিকে পরে একটি দোকান। দোকানটি দেখতে একটি সাধারণ চায়ের দোকান হলেও পোস্টারে চায়ের মেনুর তালিকা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। দুধ চা তো রয়েছেই, এ ছাড়াও পাবেন ভিন্ন ভিন্ন স্বাদের চা। এই চায়ের দামও রয়েছে হাতের নাগালেই।
advertisement
advertisement
সাধারণত এই সমস্ত চা পাওয়া যায় শহরাঞ্চলের ক্যাফেতে, যার দাম থাকে তুলনামূলক একটু বেশিই। তবে এই দোকানে সেই সমস্ত চায়ের মূল্য ৩০ টাকা থেকে শুরু করে ৫০ টাকার মধ্যেই। এ ছাড়াও সাধারণ দুধ চা-ও পাওয়া যায় ১০ টাকাতে। সাধারণ চায়ের থেকে দাম একটু বেশি হলেও খেতে যথেষ্টই সুস্বাদু। সন্ধ্যার পর নতুন প্রজন্মের ভিড় চোখে পড়ছে দোকানে। আট থেকে আশি প্রায় সকলেরই পছন্দ করছেন নতুন স্বাদের চা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Chocolate Tea|| কোনও নামজাদা ক্যাফে নয়, কৃষ্ণনগরে রাস্তার পাশের 'এই' দোকানে মিলছে 'চকোলেট' চা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement