Bardhaman News: দীর্ঘদিন রেশন পাচ্ছেন না এলাকার বাসিন্দারা, কারণ জানলে চোখ কপালে উঠবে!
- Written by:Saradindu Ghosh
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ভয় দেখিয়ে রেশনের সামগ্রী নিয়ে নিচ্ছিলেন উপপ্রধান! যার জেরে রেশনে খাদ্য সামগ্রী পাচ্ছিলেন না এলাকার বাসিন্দারা।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: ভয় দেখিয়ে রেশনের সামগ্রী নিয়ে নিচ্ছিলেন উপপ্রধান! যার জেরে রেশনে খাদ্য সামগ্রী পাচ্ছিলেন না এলাকার বাসিন্দারা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের বুদবুদে। যদিও উপপ্রধান অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ঠিক কি ঘটেছে, কেন এলাকার বাসিন্দারা রেশন পাচ্ছেন না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও খাদ্য দফতর।
রেশন ডিলার চঞ্চল দে-র অভিযোগ, ‘‘প্রধান জোর করে প্রায় ৩০০ কুইন্টাল রেশনের জিনিসপত্র নিয়েছেন। তা দিতে চাইছেন না। ছেলেকে মারধর করেছেন। আমাকেও খুনের হুমকি দিয়েছেন। এ জন্যই উপভোক্তাদের জিনিসপত্র দিতে পারছি না।’’ চঞ্চলের দাবি, বিষয়টি তিনি খাদ্য দফতর থেকে ব্লক প্রশাসন, সব জায়গাতেই জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও লাভ হয়নি।
advertisement
advertisement
তিন-চার মাস ধরে উপভোক্তারা রেশনের জিনিসপত্র পাচ্ছেন না। বার বার রেশন ডিলারকে জানিয়েও লাভ হচ্ছিল না। এমন অভিযোগ তুলে বুদবুদ থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে সংশ্লিষ্ট রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। এরপরই বিষয়টি সামনে আসে। এসব ব্যাপারে রেশন ডিলারের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, তৃণমূল পরিচালিত বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান তাঁকে ভয় দেখিয়ে বহু জিনিসপত্র নিয়েছেন। ফলে স্থানীয়দের রেশন দেওয়া যাচ্ছে না।
advertisement
এ ব্যাপারে উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু বলেন, ‘‘অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। যাঁরা রেশন পাচ্ছেন না তাঁরা আমার কাছে আসছেন। সে সব উপভোক্তাদের কোথায় অভিযোগ জানাতে যেতে হবে তা আমি বলে দিচ্ছি। আমি কারও থেকে কিছুই নিইনি।’’
advertisement
উপভোক্তদের অভিযোগ, অন্তত চার পাঁচ মাস ধরে ওই ডিলারের কাছ থেকে রেশনের কোনও কিছুই মিলছে না। দোকানে গেলে স্লিপ দিচ্ছেন, মাসের শেষে বকেয়া সব রেশন দিয়ে দেয়া হবে বলে জানাচ্ছেন কিন্তু তখন আর তা পাওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সব জায়গাতে জানিয়েও কোনও কাজ হয়নি। দু’দিন আগে রেশন ডিলারের বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়। তাতেও কাজের কাজ কিছু হয়নি। তাই থানার সামনে বিক্ষোভ দেখিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।
advertisement
থানার সামনে বাসিন্দাদের এই বিক্ষোভের পর নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। জেলা প্রশাসন ও খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এতদিন কেন উপভোক্তারা রেশন পাচ্ছেন না তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে রেশন ডিলারের সঙ্গে কথা বলা হবে। এতদিনের রেশন সামগ্রী কোথায় গেল তা জানতে চাওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman,Barddhaman,West Bengal
First Published :
Jan 31, 2023 6:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: দীর্ঘদিন রেশন পাচ্ছেন না এলাকার বাসিন্দারা, কারণ জানলে চোখ কপালে উঠবে!










