ঘর করতে ছেলেরা যান শ্বশুরবাড়ি, পণের টাকা পান মেয়েরা! জানেন কি দেশের এই মাতৃতান্ত্রিক সভ্যতার বিয়ের কথা?

Last Updated:

মেঘালয়, অসম এবং বাংলাদেশের কিছু এলাকায় বসবাসকারী খাসি উপজাতিতে কন্যাদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়। এই উপজাতিতে কন্যাসন্তানের জন্ম উদযাপন করা হয়, অন্য দিকে পুত্রসন্তানের জন্মের জন্য কোনও বিশেষ অনুষ্ঠানের প্রচলন নেই। শুধু তাই নয়, বিয়ের পরে শ্বশুরবাড়িতে ঘর করতে যান ছেলেরা, পণের টাকা দেওয়া হয় কনেকে।

ঘর করতে ছেলেরা যান শ্বশুরবাড়ি, পণের টাকা পান মেয়েরা! জানেন কি দেশের এই মাতৃতান্ত্রিক সভ্যতার বিয়ের কথা?
ঘর করতে ছেলেরা যান শ্বশুরবাড়ি, পণের টাকা পান মেয়েরা! জানেন কি দেশের এই মাতৃতান্ত্রিক সভ্যতার বিয়ের কথা?
Women Vs Men: সাধারণত ভারতে এখনও ছেলে এবং মেয়ের মধ্যে সবক্ষেত্রেই পার্থক্য রয়েছে। বিবাহের মতো দ্বিপাক্ষিক বন্ধনেও ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়। অনেক পরিবারে কন্যাসন্তানদের পরধন বলেও সম্বধন করা হয়। সে ক্ষেত্রে বিয়ের পরই কনেকে বিদায় দেওয়ার রীতি রয়েছে আমাদের দেশে। কম-বেশি এই ঐতিহ্য বিশ্বের অধিকাংশ দেশ ও ধর্মেই প্রচলিত রয়েছে। কিন্তু এর বিপরীতে মেঘালয়, অসম এবং বাংলাদেশের কিছু এলাকায় বসবাসকারী খাসি উপজাতিতে কন্যাদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়। এই উপজাতিতে কন্যাসন্তানের জন্ম উদযাপন করা হয়, অন্য দিকে পুত্রসন্তানের জন্মের জন্য কোনও বিশেষ অনুষ্ঠানের প্রচলন নেই। শুধু তাই নয়, বিয়ের পরে শ্বশুরবাড়িতে ঘর করতে যান ছেলেরা, পণের টাকা দেওয়া হয় কনেকে।
খাসি উপজাতিতে পুত্রদের বিদেশি সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। অন্য দিকে, কন্যাসন্তান ও তার মাকে ঈশ্বরের সমকক্ষ বিবেচনা করে পরিবারে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। এই উপজাতির দেব-দেবতা সম্পূর্ণরূপে কন্যাসন্তানের জন্য নিবেদিত। এই ধরনের উপজাতি সেই সমস্ত সম্প্রদায় ও অঞ্চলের জন্য আদর্শ উদাহারণ যাঁরা কন্যাসন্তানের জন্মে শোকাহত হন। আজও আমাদের দেশের এক বড় অংশের মানুষ কন্যাসন্তানকে বোঝা মনে করেন।
advertisement
advertisement
তবে প্রযুক্তির অগ্রগতি ও সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধারণা পাল্টে যেতে শুরু করলেও তার গতি অত্যন্ত ধীর। খাসি উপজাতিতে মেয়েদের সঙ্গে সম্পর্কযুক্ত এমন অনেক ঐতিহ্য ও প্রথা রয়েছে, যা ভারতের বাকি অংশের তুলনায় একেবারেই বিপরীত।
advertisement
খাসি উপজাতিতে মহিলাদের একাধিক বিবাহ করার অনুমতি রয়েছে। তবে পুরুষরা বহুবার এই প্রথা বদলানোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, তাঁরা নারীদের হেয় করতে চান না বা তাঁদের অধিকার কমাতে চান না, বরং তাঁরা নিজেদের জন্য সমান অধিকার চান। খাসি উপজাতিতে পরিবারের ছোট-বড় সব সিদ্ধান্তই নারীদের মত অনুযায়ী চলে। এখানে শুধুমাত্র মহিলারাই সংসারের জন্য রোজগার করেন, বাজার ও দোকান সামলান, সন্তানদের দেখভাল করেন। উপাধি ধারণের ক্ষেত্রেই সন্তানরা মায়েদেরই গুরুত্ব দেন। মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া উপজাতিদের মধ্যে এই নিয়ম প্রচলিত রয়েছে। এঁরা মূলত মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার প্রতিভূ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঘর করতে ছেলেরা যান শ্বশুরবাড়ি, পণের টাকা পান মেয়েরা! জানেন কি দেশের এই মাতৃতান্ত্রিক সভ্যতার বিয়ের কথা?
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement