গোটা রাজ্যের জন্য সুসংবাদ, হঠাৎ পূর্ব বর্ধমানের কৃষকদের মধ্যে খুশির হাওয়া!

Last Updated:

শহর এলাকার তুলনায় গ্রামীণ এলাকায় ঠান্ডা আরও বেশি।

পূর্ব বর্ধমানের কৃষকদের মধ্যে খুশির হাওয়া
পূর্ব বর্ধমানের কৃষকদের মধ্যে খুশির হাওয়া
#বর্ধমান: শীতের আমেজ অনুভূত হওয়ায় খুশি বর্ধমানের বাসিন্দারা। উত্তুরে হাওয়া সক্রিয় হতেই দক্ষিণবঙ্গের অন্যান্য অংশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও নামতে শুরু করেছে পারদ। শনিবার থেকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছিল। রবিবার রাতে ভাল শীত টের পাওয়া যাচ্ছে। সোমবার সকালেও ভাল ঠান্ডা পেয়ে খুশি বাসিন্দারা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। শহর এলাকার তুলনায় গ্রামীণ এলাকায় ঠান্ডা ছিল আরও বেশি।
শীত পড়তেই সন্ধের পর অনেকে গায়ে তুলছেন গরম পোশাক। ভোররাতে টেনে নিতে হচ্ছে চাদর বা কম্বল। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল আসানসোল। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণভাবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।
advertisement
আরও পড়ুন: আপনি কি ক্লাসিকাল ডান্সার? রেলে চাকরির দারুণ সুযোগ নিয়ে জানুন
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। উত্তর দিক থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাস আসতে শুরু করেছে। সে কারণেই ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে আরেকটি ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের ওপর আসার সম্ভাবনা রয়েছে। তখন উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়তে পারে। তার জেরে শীতের আমেজ কমার সম্ভাবনা রয়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ কমবে বলে মনে করছেন না আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে IT অফিসার নিয়োগ, দারুণ সুযোগটি জানুন
শীতের আমেজ অনুভূত হওয়ায় খুশি রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার কৃষকরা। তাঁরা বলছেন,একটু বেশি দাম পাবার আশায় অনেকেই আলু চাষ শুরু করে দিয়েছেন। আলু চাষের জন্য শীত খুব জরুরি। আবার অনেকের এখনও ধান কাটা বাকি। তার মধ্যেই মাজরা ও শোষক প্রকার আক্রমণ দেখা দিয়েছে। শীত থাকলে শোষক পোকার আক্রমণ কমবে। আবার শীতকালীন সবজির ফলনও ভালো হবে। তাতে রোগ পোকা আক্রমণও কমবে। তাই শীতের আমেজ দীর্ঘস্থায়ী হোক চাইছেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গোটা রাজ্যের জন্য সুসংবাদ, হঠাৎ পূর্ব বর্ধমানের কৃষকদের মধ্যে খুশির হাওয়া!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement