Recruitment 2022: আপনি কি ক্লাসিকাল ডান্সার? রেলে চাকরির দারুণ সুযোগ নিয়ে জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ছত্তিসগঢ়, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লাসিকাল ডান্সার (ওড়িশি) এবং ক্লাসিকাল ডান্সার (কত্থক) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
উল্লিখিত পদের জন্য ১২ থেকে ১৮ নভেম্বর, ২০২২ তারিখে প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজ এডিশনটি দেখতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
পার্মানেন্ট এমপ্লয়মেন্ট- ৯টি পদ
ফিক্সড-টার্ম এমপ্লয়মেন্ট- ১৫টি পদ
আরও পড়ুন: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে IT অফিসার নিয়োগ, দারুণ সুযোগটি জানুন
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ছত্তিসগঢ় |
পদের নাম: | ক্লাসিকাল ডান্সার (ওড়িশি) এবং ক্লাসিকাল ডান্সার (কত্থক) |
শূন্যপদের সংখ্যা: | ২৪ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০২.১২.২০২২ |
advertisement
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের বাছাই করার জন্য মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। এই পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য ডাকা হবে। পরবর্তী স্তরে ৩৫ নম্বর প্রার্থীদের ট্যালেন্টের জন্য এবং সর্বাধিক ১৫ নম্বর টেস্টিমোনিয়ালের জন্য বরাদ্দ থাকবে।
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
ক্লাসিকাল ডান্সার (ওড়িশি)
advertisement
বয়সসীমা- প্রার্থীদের বয়সসীমা ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য বয়সসীমায় শিথিলতা প্রদান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ ইন্টারমিডিয়েট স্তরে উত্তীর্ণ হতে হবে। প্রাক্তন সেনাকর্মীদের এবং সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের মার্কস পার্সেন্টেজের সীমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও সে সকল প্রার্থীদের উচ্চতর যোগ্যতা রয়েছে তাঁদেরও এই মার্কস পার্সেন্টেজের সীমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপরে উল্লিখিত যোগ্যতা ছাড়াও যে সকল প্রার্থীরা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা যথাযথ ভাবে স্বীকৃত ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কোর্স সম্পন্ন বা আইটিআই কোর্স সম্পন্ন করেছেন তাঁরাও আবেদনের যোগ্য।
advertisement
প্রার্থীদের ভারত সরকার/রাজ্য সরকার দ্বারা যথাযথ ভাবে স্বীকৃত ইনস্টিটিউট থেকে ক্লাসিকাল ডান্সে গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা/সার্টিফিকেট থাকতে হবে।
এছাড়াও অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদিতে অভিজ্ঞতা রয়েছে বা পারফরম্যান্স করেছেন বা জাতীয় স্তরে পুরস্কার জিতেছেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ক্লাসিকাল ডান্সার (কত্থক)-
বয়সসীমা- প্রার্থীদের বয়সসীমা ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য বয়সসীমায় শিথিলতা প্রদান করা হয়েছে।
advertisement
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ ইন্টারমিডিয়েট স্তরে উত্তীর্ণ হতে হবে। প্রাক্তন সেনাকর্মীদের এবং সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের মার্কস পার্সেন্টেজের সীমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও সে সকল প্রার্থীদের উচ্চতর যোগ্যতা রয়েছে তাঁদেরও এই মার্কস পার্সেন্টেজের সীমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপরে উল্লিখিত যোগ্যতা ছাড়াও যে সকল প্রার্থীরা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা যথাযথ ভাবে স্বীকৃত ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কোর্স সম্পন্ন বা আইটিআই কোর্স সম্পন্ন করেছেন তাঁরাও আবেদনের যোগ্য।
এছাড়াও অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদিতে অভিজ্ঞতা রয়েছে বা পারফরম্যান্স করেছেন বা জাতীয় স্তরে পুরস্কার জিতেছেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাঁদের ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীরা লিখিত পরীক্ষায় উপস্থিত হলে তাঁদের ২৫০ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে।
Location :
First Published :
November 14, 2022 2:29 PM IST