Bardhaman News: মাছের জালে আটকে পড়ল বিষধর শাঁখামুটি! ফণা তোলা সাপ দেখে চাঞ্চল্য

Last Updated:

Bardhaman News: বৃহস্পতিবারই বর্ধমানের ডিভিসি মোড়ের কাছে মালঞ্চ এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল একটি চন্দ্রবোড়া। মাঝ রাস্তায় ফনা তুলে দাঁড়িয়েছিল সে।

মাছের জালে আটকে পড়ল বিষধর শাঁখামুটি! ফণা তোলা সাপ দেখে চাঞ্চল্য
মাছের জালে আটকে পড়ল বিষধর শাঁখামুটি! ফণা তোলা সাপ দেখে চাঞ্চল্য
#বর্ধমান: মাছ ধরার জালে মাছের বদলে আটকে পড়লো বিষধর সাপ (venomous snake)। উদ্ধার করা হল শাঁখামুটি সাপটিকে। বৃহস্পতিবারই বর্ধমানের ডিভিসি মোড়ের কাছে মালঞ্চ এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল একটি চন্দ্রবোড়া। মাঝ রাস্তায় ফনা তুলে দাঁড়িয়েছিল সে। এবার উদ্ধার হল শাঁখামুটি। বর্ধমানের রথতলা এলাকার বাঁকা নদীর ধারে এক ব্যক্তির বাড়ির পাঁচিলে ঝোলানো ছিল মাছ ধরার জাল। তাতেই আটকে পড়ে সাপটি। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পরিবেশপ্রেমী সংস্থার সদস্য অর্ণব দাস কে খবর দেন।
অর্ণব দাস ঘটনাস্থলে পৌঁছে শাঁখামুটি (banded krait) সাপটিকে জাল কেটে উদ্ধার করেন। এরপর তাকে লোকালয়ের বাইরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অর্ণব দাস জানিয়েছেন, শাঁখামুটি সাপ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে খুবই উপকারী। যদিও এটি একটি বিষধর সাপ। তবু পশ্চিমবঙ্গে এই সাপের কামড়ে মৃত্যুর ঘটনা তেমন বেশি নয়। তিনি জানিয়েছেন, এই সাপ অন্য বিষধর সাপেদের বাচ্চা যেমন গোখরো, চন্দ্রবোড়া ইত্যাদি সাপের বাচ্চা খেয়ে নেয়। ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তবে বেশ কয়েক বছর যাবৎ শাঁখামুটি সাপের সংখ্যা অনেক কমে আসছে।
advertisement
advertisement
শুক্রবার উদ্ধার হওয়া এই সাপটি ছিল স্ত্রী সাপ। এটি লম্বায় প্রায় ৪ ফুট। এই সাপটিকে নিয়ে বন দফতর এবং পরিবেশপ্রেমীদের মধ্যে একটি কথা প্রচলন আছে যে, শাঁখামুটি যে জঙ্গলে বা এলাকায় থাকে সেখানে এই সাপ একজন বন সুরক্ষা কর্মীর কাজ করে। কারণ অন্য বিষধর সাপের বংশবৃদ্ধি রোধে এই সাপের সক্রিয় ভূমিকা থাকে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, সাধারণত বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন তখন বিষধর সাপ বেরিয়ে পড়ছে। ফলে উদ্বেগের মধ্যে দিন কাটছে সকলের।
advertisement
এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে সাপ দেখা যায় না একথা ঠিক। কারণ এ সময়ে তারা গর্তের ভিতর শীতঘুমে থাকে। কিন্তু এখনও সেভাবে শীত পড়েনি। দু-একদিন শীত পড়লেও ফের তাপমাত্রা বেড়েছে। তাই এই সময়ে খাবার সংগ্রহের জন্য সাপগুলি হয়তো বেরিয়ে আসছে। প্রসঙ্গত, সাপটি ধরা পড়ার পরেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। সাপটি দেখতে ভিড় জমাতে শুরু করে মানুষ। তবে খুব তাড়াতাড়িই সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: মাছের জালে আটকে পড়ল বিষধর শাঁখামুটি! ফণা তোলা সাপ দেখে চাঞ্চল্য
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement