Adenovirus: সর্দি-কাশি নিয়ে বর্ধমান মেডিক্য়ালে নতুন করে ভর্তি ২২ শিশু, কালনায় চালু আলাদা বিভাগ
- Published by:Satabdi Adhikary
- Written by:Saradindu Ghosh
Last Updated:
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকও করেছেন।
দক্ষিণবঙ্গ: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বর, সর্দিকাশি নিয়ে শিশু ভর্তি অব্যাহত। তাদের মধ্যে অনেকেরই শ্বাসকষ্ট রয়েছে। গত ২৪ ঘণ্টায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ টি শিশু ভর্তি হয়েছে। এই নিয়ে এই মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বর, সর্দিতে আক্রান্ত ৯৮টি শিশু ভর্তি হল। তাদের বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে। সূত্রের খবর, ভর্তি হওয়া শিশুদের মধ্যে জ্বর, সর্দিকাশির মতো উপসর্গ রয়েছে।
এই রকম হারে শিশু ভর্তি চলতে থাকলে রাধারানি বিভাগে দুটি আলাদা ওয়ার্ড খোলা হবে বলে আগেই জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে, শিশু ওয়ার্ডে আরও ৪৮টি বেড বাড়বে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, কালনা, কাটোয়া মহকুমার হাসপাতাল, বিভিন্ন বেসরকারি নার্সিংহোম থেকে অসুস্থ শিশুরা এই হাসপাতালে আসছে। পাশাপাশি, পাশের জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি থেকেও শিশুদের এখানে রেফার করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: অ্যাডিনো-আতঙ্কের মাঝেই নতুন চিন্তা 'পপকর্ন লাং! বাচ্চাদের সামলে, জেনে রাখুন উপসর্গ
হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন, "দু'বছরের কম বয়সি শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠছে।"
advertisement
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকও করেছেন। তিনি বলেন, "প্রয়োজনে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হবে। তবে আক্রান্তের সংখ্যা কমছে। আশা করা যায়, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।"
advertisement
আরও পড়ুন: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
এদিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে সর্দি, কাশি ও জ্বর, শ্বাসকষ্ট সহ অন্যান্য উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার হাসপাতালে শিশুদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সুপার ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথ।
advertisement
মন্ত্রী হাসপাতালে শিশুদের চিকিৎসার দিকগুলি জানতে চান। কর্তৃপক্ষ জানান, ইতিমধ্যেই হাসাপাতালে ৪০ শয্যার শিশু বিভাগের সঙ্গে নতুন করে আরও ১৬ শয্যার আলাদা একটি শিশু বিভাগ চালু করা হয়েছে। প্রতিটি শয্যার সঙ্গে পাইপ লাইনে অক্সিজেন সরবারহের ব্যবস্থা রয়েছে। চব্বিশ ঘণ্টা শিশু পরিষেবার জন্য আলাদা ক্লিনিক চালু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 03, 2023 11:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adenovirus: সর্দি-কাশি নিয়ে বর্ধমান মেডিক্য়ালে নতুন করে ভর্তি ২২ শিশু, কালনায় চালু আলাদা বিভাগ