লকডাউনে গোপনে চলছিল মদের বেআইনি হোম ডেলিভারি, হাতেনাতে ধরল পুলিশ

Last Updated:

বাড়িতে আলমারির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল মদের বোতল।থরে থরে সাজানো প্রচুর সংখ্যক মদের বোতল।

#বর্ধমান: চুপিসাড়ে গড়গড়িয়েই চলছিল কারবার। ফোন করে টাকা পেমেন্ট করলেই স্কুটিতে চড়ে চলছিল হোম ডেলিভারি। ব্যবস্থা ছিল ক্যাশ অন ডেলিভারিরও। ওষুধ বা চাল ডাল নুন তেল নয়, এই হোম ডেলিভারি চলছিল মদের। চড়া দামে বিক্রি করা হচ্ছিল দেশি ও বিদেশি মদ।গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ শহরের দুটি বাড়ি ও দুটি হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার করলো প্রচুর পরিমানে দেশি ও বিদেশি মদ। মদের কালোবাজারি ও অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্কুটিও।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে আলমারির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল মদের বোতল। সেখান থেকেও উদ্ধার করা হয় থরে থরে সাজানো প্রচুর সংখ্যক মদের বোতল। এক এক করে সব বোতল বাজেয়াপ্ত করে পুলিশ।
তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে,এই লকডাউনের সময় চড়া দামে বিক্রি করার জন্য মদ মজুত করে রাখা হয়েছিল। ফোনের মাধ্যমে যোগাযোগ করে হোম ডেলিভারি করা হত। যা কিনা চড়া দামি বিক্রি করতো ধৃতরা।
advertisement
advertisement
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ অফিসার জানান, বাড়ি থেকে মদের হোম ডেলিভারি করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। সেইমতো নজরদারি বাড়ানো হয়। এরপরই অভিযানে নামে মেমারি থানার পুলিশ।
লকডাউনে বেশ অসুবিধার সুরাপ্রেমিকরা। লকডাউন ঘোষণা হতেই মদের দোকানের সামনে সুরাপ্রেমীদের লম্বা লাইন নজর কেড়েছিল। অনেক জায়গায় গোলমাল এড়াতে পুলিশকেও একরকম হিমশিম খেতে হয়েছিল। এরপর যত দিন যাচ্ছে ততই বাড়ছে মদের চাহিদা। সেই সুযোগেরই সদ্ব্যবহার করতে চেয়েছিল ধৃতরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান তেমনটাই। এই কারবার আর কারা কারা জড়িত, কোথা থেকে কিভাবে এতো মদ জোগাড় করেছিল তারা সেসব জানতে ধৃতদের বিস্তারিত জেরা করা হচ্ছে। জেলা জুড়ে ধারাবাহিকভাবে অভিযান চলছে বলে জানা গেছে।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লকডাউনে গোপনে চলছিল মদের বেআইনি হোম ডেলিভারি, হাতেনাতে ধরল পুলিশ
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement