Bardhaman : বৃষ্টি হলেই লোকালয়ে দেখা মিলছে কচ্ছপের! আশাবাদী প্রাণীবিদরা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bardhaman : প্রাণীবিদরা জানিয়েছেন, এই প্রজাতির কচ্ছপদের সুন্দি কাছিম বা চিতি কাছিম নামেও ডাকা হয়।
#বর্ধমান: বৃষ্টি হলেই বর্ধমানের লোকালয়ে দেখা মিলছে কচ্ছপের। যা দেখে বেশ আশাবাদী প্রাণীবিদরা। তাঁরা বলছেন, কয়েক দশক আগে গ্রাম বাংলায় দেশি কচ্ছপ বা কাছিমের দেখা পাওয়া অতি স্বাভাবিক ব্যাপার ছিল। তখন অনেক জলাশয়েই এই কচ্ছপ মিলতো। কিন্তু তার পর থেকে তা প্রায় অবলুপ্তির পথে চলে গিয়েছিল। এখন ফের তার দেখা মিলছে - এটা ভাল লক্ষণ।
বর্ধমানের দেওয়ানদিঘি ও খণ্ডঘোষ থানার কামালপুর গ্রাম থেকে দুদিনে দুটি ইন্ডিয়ান ফ্ল্যাপ সেল টার্টেল (কচ্ছপ) উদ্ধার করল বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। সোসাইটির সম্পাদক অর্ণব দাস জানিয়েছেন, দুটি কচ্ছপই প্রায় পূর্ণ বয়স্ক। প্রায় চার বছর বয়স। এদের মধ্যে কামালপুর এলাকায় উদ্ধার করা কচ্ছপটি স্ত্রী কচ্ছপ এবং দেওয়ানদিঘি এলাকা থেকে একটি পুরুষ কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
advertisement

advertisement
প্রাণীবিদরা জানিয়েছেন, এই প্রজাতির কচ্ছপদের সুন্দি কাছিম বা চিতি কাছিম নামেও ডাকা হয়। এই প্রজাতির কচ্ছপ প্রধাণত ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড এবং বাংলাদেশে পাওয়া যায়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল -২ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। এরা সাধারণত জলজ শ্যাওলা, ছোট শামুক, পোকা মাকড় খেয়ে থাকে।
advertisement
ইদানিং বন্যপ্রাণ সুরক্ষায় বনবিভাগ ও একাধিক পশুপ্রেমী সংগঠনের ব্যাপক প্রচারে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হওয়ায় বিপদগ্রস্থ বন্য ও জলজ প্রাণীদের উদ্ধার করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক অর্ণব দাস। তিনি জানিয়েছেন, দুটি কচ্ছপেরই শরীরে অল্প চোট রয়েছে। প্রথমে এদের প্রাথমিক চিকিৎসা করা হবে বনবিভাগের পরামর্শে। এর পর ফের এদের জলে ছেড়ে দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 5:04 PM IST