পূর্ব বর্ধমান জেলা সফরে কেন্দ্রীয় তফশিলি জাতি উপজাতি কমিশনের প্রতিনিধি দল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল ভোট-পরবর্তী হিংসায় তফশিলি জাতি উপজাতির ষোলশোরও বেশি তাদের সহকর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন ৷ দু’দিনের সফরে কমিশনের সদস্যরা বেশি বেশি করে সেইসব এলাকায় যাতে যান সেই আবেদন রাখা হয়েছিল রাজ্য বিজেপির পক্ষ থেকে।
বর্ধমান: কেন্দ্রীয় তফশিলি জাতি উপজাতি কমিশনের চেয়ারম্যান সহ ছয় সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা সফর করলেন। সদস্যরা জামালপুরের নবগ্রাম ও বর্ধমানের মিলিক পাড়ায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল ভোট-পরবর্তী হিংসায় তফশিলি জাতি উপজাতির ষোলশোরও বেশি তাদের সহকর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন ৷ দু’দিনের সফরে কমিশনের সদস্যরা বেশি বেশি করে সেইসব এলাকায় যাতে যান সেই আবেদন রাখা হয়েছিল রাজ্য বিজেপির পক্ষ থেকে।
এদিন প্রথমে কমিশনের প্রতিনিধি দল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের নবগ্রামে যান। নবগ্রামে ভোট পরবর্তী হিংসায় কয়েকদিন আগে এক জন বিজেপি সমর্থক ও দু’জন তৃণমূল কর্মী খুন হন। এদিন কমিশনের প্রতিনিধি দল প্রথমে মৃত বিজেপি সমর্থক কাকলি ক্ষেত্রপালের বাড়িতে যান। বাড়িতে সদস্যদের দেখা না পেয়ে বর্ধমানে একটি বেসরকারি নার্সিংহোমে যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে আহত হয়ে ভর্তি আছেন কাকলি ক্ষেত্রপালের স্বামী।কাকলির স্বামীর কাছে সেদিনের ঘটনার কথা শোনেন সদস্যরা।
advertisement
এরপরই তাঁরা যান বর্ধমানের মিলিক পাড়ায়। কয়েকদিন আগে সেখানে বেশ কয়েকটি দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।ভাঙচুর হওয়া দোকানগুলির মালিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কমিশনের প্রতিনিধিরা। কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ও পুলিশ সুপার কামনাশিস সেন।
advertisement

advertisement
কমিশনের প্রতিনিধি দলের সফর নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, যেকোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু কমিশনের প্রতিনিধিরা পক্ষপাতিত্ব করছেন।
জামালপুরের ঘটনায় তিনজন খুন হয়েছেন। অথচ কমিশন তফশিলি জাতিভুক্ত কাকলি ক্ষেত্রপালের বাড়িতে গেলেন, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন। অথচ সেখানে সেদিনই খুন হওয়া তফশিলি জাতিভুক্ত তৃণমূল কর্মী বিভাস বাগের বাড়ি গেলেন না।
advertisement
যদিও কমিশেনর চেয়ারম্যান পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে বলেন, দলিত শ্রেনির মানুষের অত্যাচারিত হলেই তাঁদের পাশে দাড়ানো এবং দোষীরা যাতে শাস্তি পায় সেই দিকটা দেখা তাঁদের কাজ।সেখানে কোনও রাজনৈতিক রঙ দেখা হয় না।
শরদিন্দু ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2021 4:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূর্ব বর্ধমান জেলা সফরে কেন্দ্রীয় তফশিলি জাতি উপজাতি কমিশনের প্রতিনিধি দল