পরিদর্শনে এলেন স্বাস্থ্য সচিব, ১ ফেব্রুয়ারি চালু হচ্ছে বর্ধমান ক্যানসার হাসপাতালের আউটডোর পরিষেবা

Last Updated:

২ ফেব্রুয়ারি বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের গোদা মাঠে সভা করবেন তিনি। সেই সভা মঞ্চ থেকেই এই ক্যানসার হাসপাতালের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

পরিদর্শনে এলেন স্বাস্থ্য সচিব, ১ ফেব্রুয়ারি চালু হচ্ছে বর্ধমান ক্যানসার হাসপাতালের আউটডোর পরিষেবা
পরিদর্শনে এলেন স্বাস্থ্য সচিব, ১ ফেব্রুয়ারি চালু হচ্ছে বর্ধমান ক্যানসার হাসপাতালের আউটডোর পরিষেবা
শরদিন্দু ঘোষ, বর্ধমান: ফেব্রুয়ারির শুরুতেই পথ চলা শুরু করছে বর্ধমান মেডিক্যালের ক্যানসার হাসপাতাল। ২ ফেব্রুয়ারি বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের গোদা মাঠে সভা করবেন তিনি। সেই সভা মঞ্চ থেকেই এই ক্যানসার হাসপাতালের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবার সেই হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব নায়ারণ স্বরূপ নিগম।
বুধবার দুপুরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য সচিব নায়ারণ স্বরূপ নিগম। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক কৌশিক ভট্টাচার্য। তাঁরা প্রথমে সুপার অফিসে বৈঠক করেন। ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক, সুপার তাপস ঘোষ-সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান-সহ অন্যান্যরা। এদিন স্বাস্থ্য সচিব মাদার চাইল্ড কেয়ার হাব এবং অনাময় হাসপাতালের বিভিন্ন পরিষেবার খুঁটিনাটি নিয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন।
advertisement
advertisement
বৈঠকের পর স্বাস্থ্য সচিব হাসপাতালের জেলা অগ্রিম নিরীক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। গর্ভস্হ ভ্রুণের স্বাস্থ্য পরীক্ষার পরিষেবা চালু হয়েছে এখানে। এই বিভাগ ঘুরে দেখার পর তাঁরা মেডিকেল কলেজের নির্মীয়মাণ ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন। এরপর তারা বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতাল পরিদর্শনে যান।সেই সময় স্বাস্থ্য সচিবকে হাসপাতালের তরফে জানান হয় আগামী ১ ফেব্রুয়ারি থেকে ক্যানসার হাসপাতালের আউটডোর পরিষেবা শুরু করা হবে। জুন মাস নাগাদ ইন্ডোর পরিষেবা শুরু হবে।
advertisement
নারায়ণ স্বরূপ নিগম বলেন, এখানে একটি ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। ক্যানসার হাসপাতালের উদ্বোধনের তারিখ এখনও ঠিক হয়নি। তবে হাসপাতালের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আউটডোর চিকিৎসার মধ্য দিয়ে ক্যানসার হাসপাতাল পথ চলা শুরু করবে। এরপর ধাপে ধাপে ইন্ডোর পরিষেবা চালু হবে। এর জন্য কিছু আধুনিক প্রযুক্তির উন্নত যন্ত্রপাতি স্বাস্থ্য দফতরের কাছে চেয়ে পাঠানো হয়েছে। এই হাসপাতাল চালু হলে, শুধু দুই বর্ধমান নয়, দক্ষিণবঙ্গের একটা বড় অংশের বাসিন্দারাও উপকৃত হবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরিদর্শনে এলেন স্বাস্থ্য সচিব, ১ ফেব্রুয়ারি চালু হচ্ছে বর্ধমান ক্যানসার হাসপাতালের আউটডোর পরিষেবা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement