প্রেসিডেন্সির মূল ফটকের বাইরে আজ হচ্ছে সরস্বতী পুজো

Last Updated:

Saraswati Puja in Presidency College: আগেও পুজো হয়েছে বলে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। 

প্রেসিডেন্সির মূল ফটকের বাইরে আজ হচ্ছে সরস্বতী পুজো
প্রেসিডেন্সির মূল ফটকের বাইরে আজ হচ্ছে সরস্বতী পুজো
আবীর ঘোষাল, কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ফুটপাত ঘেঁষে ছোট মণ্ডপ তৈরি করা হয়েছে। সেখানেই সরস্বতী পুজো করা হয়েছে ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেস ছাত্র ইউনিয়নের দাবি ছিল তারা ক্যাম্পাসে পুজো করতে চায়। যদিও সেই পুজোর অনুমতি নিয়ে নানা তরজা গত কয়েকদিন ধরেই হয়েছে। তবে ক্যাম্পাসের পুজো প্রথমবার নাকি এর আগেও হয়েছে তা নিয়ে নানা আলোচনা চলছে।
যদিও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ, ‘‘যারা বলছে প্রেসিডেন্সির ভিতর কখনও কোনও পুজো হয়নি তারা ভুল বলছে। সরস্বতী পুজো আগে হতো। এই রইল প্রমাণ। প্রথম দুটো ছবি ২০১৩ সালের। সেবার পুজো বিশ্ববিদ্যালয়ের পোর্টিকো-তে হয়েছিল। দ্বিতীয় ছবিতে পাপ্পুদাকে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিটা ২০১৬ সালের। সেই বার পুজো হয়েছিল এখনকার স্টুডেন্টস সেক্শনের সামনে। অতএব আমরা প্রেসিডেন্সির ঐতিহ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছুই করছি না।’’ এই প্রসঙ্গে বেশ কিছু ছবিও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ধর্মনিরপেক্ষতা, সর্বধর্ম সমন্বয়, জাতীয়তাবাদ ছাড়াও এবার পুজোয় সৌজন্যতার নজির গড়ছে টিএমসিপির প্রেসিডেন্সি ইউনিট। তাদের বক্তব্য  যারা পুজোয় বাধা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে বিপক্ষ, সেই এসএফআই-আইসির সদস্যদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। আমন্ত্রিত প্রেসিডেন্সির প্রাক্তনীরাও। এ প্রসঙ্গে টিএমসিপির প্রেসিডেন্সির ইউনিটের সাধারণ সম্পাদক অরিত্র মণ্ডল বলেন, “আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসা না আসা তাঁদের ব্যাপার। তবে অনেকেই আসবেন বলে কথা দিয়েছেন।” পুজো করবেন প্রাক্তনী রাজন্যা হালদার। তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর, ক্যাম্পাসে এক গন্ডগোলে আক্রান্ত হয়েছিলেন রাজন্যা। সেই মহিলা পুরোহিত তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীই পুজো করবেন।
advertisement
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়  ধর্মনিরপেক্ষ, এই কারণে ক্যাম্পাস চত্বরে সরস্বতী পুজোর অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ধর্মনিরপেক্ষতাকেই থিম করে সরস্বতী পুজো করছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ সাধারণতন্ত্র দিবসে প্রেসিডেন্সির মূল ফটকের বাইরে হচ্ছে বাগদেবীর আরাধনা। পুজোর থিম হচ্ছে, ‘দেশ সেক্যুলার, প্রেসিডেন্সি সেক্যুলার’। শুধু ধর্মনিরপেক্ষতা নয়, সর্বধর্ম সমন্বয়ে হবেপুজো। প্রেসিডেন্সির প্রাক্তনী তথা মহিলা পুরোহিত সারবেন পুজো। ইতিমধ্যেই এই পুজোর বিষয়ে হ্যাশট্যাগ দিয়ে পুজোর প্রচার চলছে।
advertisement
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইউনিটের তরফে উল্লেখ করা হয়েছে সোশ্যাল মিডিয়া পেজে, ‘‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি গত ১৫০ ঘণ্টা ধরে আমাদের এসএফআই ছাত্রবন্ধুরা তাদের নিজস্ব কিছু দাবিতে অবস্থানরত। সাধারণ ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটেই পুজো করা হবে। কিন্তু যেহেতু আমাদের বিরোধী পক্ষের ছাত্রবন্ধুরা ক্যাম্পাসের মধ্যে অবস্থানরত তাই তাদের কথা ভেবে যেকোনও সাহায্যেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্রপরিষদ আগামী ৭২ ঘণ্টা থাকছে। পুনশ্চঃ অ্যাম্বুল্যান্স সার্ভিস, ফায়ার ব্রিগেড সার্ভিস নিয়ে কোনও ভাবনা রাখতে হবে না। সব উপলব্ধ থাকছে এই বিশেষ দু-তিনদিন। আসুন পুজোতে একসঙ্গে পুষ্পাঞ্জলি দিই ৷ পুজোর দু'টো দিন বিরোধিতা নয়, সংঘাত নয়, দ্বন্দ্ব নয় শুধু আনন্দটুকু থাক।’’
advertisement
সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে প্রতিমার চারপাশে থাকবে বিভিন্ন ধর্মের প্রতীক। পিছনে থাকবে তেরঙ্গা, অর্থাৎ জাতীয় পতাকা। প্রতিমা হবে ডাকের সাজের। তৃণমূল ছাত্র পরিষদ বলছে, ২৬ জানুয়ারি ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সেই সাধারণতন্ত্র দিবসেই এবার সরস্বতী পুজো হচ্ছে। তাই প্রতিমার সঙ্গে রয়েছে জাতীয় পতাকা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রেসিডেন্সির মূল ফটকের বাইরে আজ হচ্ছে সরস্বতী পুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement