একদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান পুর অঞ্চলের একাধিক এলাকা ! বাড়িতে জল ঢোকায় সমস্যায় স্থানীয়রা

Last Updated:

ক্যানেল সংস্কার না হওয়ার জন্যই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, একটু বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে বলে দাবি স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদকের।

শরদিন্দু ঘোষ, বর্ধমান: বর্ধমান পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বাজেপ্রতাপপুরের মাঠপাড়া এলাকার একাংশ জলমগ্ন। শুধু বাজেপ্রতাপপুরই নয়, এছাড়াও বর্ধমান শহরের বেশ কিছু এলাকাও ভারি বৃষ্টিতে জলমগ্ন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। একদিকে ক্যানেলের জল, পাশাপাশি গত রাতে ভারি বৃষ্টিতে গোটা এলাকাই জলমগ্ন হয় বল জানান স্থানীয়রা। বারে বারে পুরসভা ও জেলা পরিষদকে জানিয়েও লাভ হয়নি ৷ ক্যানেল সংস্কার না হওয়ার জন্যই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, একটু বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে বলে দাবি স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদকের।
advertisement
কয়েকদিন আগেই ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে, এমনিতেই ক্যানেল জলে টয়টম্বুর ছিল। তার উপর গতকাল, সোমবার রাতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয় বর্ধমান শহর এলাকায়। ফলে বাজেপ্রতাপপুর মাঠ পাড়া এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি ভারী বৃষ্টিতে শহরের বেশ কিছু নীচু এলাকাও জলমগ্ন হয়ে পড়ে। বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ঘরে জল ঢুকে যাওয়ায় ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে স্থানীয় স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। এ প্রসঙ্গে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, বিডিও-র সাথে কথা হয়েছে খুব তাড়াতাড়ি সংস্কার করা হবে।
advertisement
advertisement
Saradindu Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান পুর অঞ্চলের একাধিক এলাকা ! বাড়িতে জল ঢোকায় সমস্যায় স্থানীয়রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement