সৌজন্যতার দারুণ নজির, শাসক দলের বিধায়ক নিজে বিরোধী দলের সমর্থকদের ঘরে ফেরালেন

Last Updated:

গ্রামছাড়া বিজেপি কর্মী সমর্থকদের ঘরে ফেরালেন তৃণমূল বিধায়ক! কোথায় ঘটলো এমন ঘটনা?

#বর্ধমান: ভাতারের চব্বিশ জন গ্রামছাড়া বিজেপি কর্মী সমর্থককে ঘরে ফেললেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক। ফোন নম্বর জোগাড় করে তাদের শান্তিতে বসবাসের আশ্বাস দিয়ে একজোট করিয়ে গ্রামে ফিরিয়ে দেওয়া হল। কাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী উপস্থিত থেকে তাদের ঘরে ঢুকিয়ে দেন ছিল ভাতার থানার পুলিশও। শাসকদলের বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
নির্বাচন-পরবর্তী হিংসার কারণে তাদের বহু কর্মী-সমর্থক গ্রামছাড়া হয়ে রয়েছে বলে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। সম্প্রতি প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ভাতার থানার পুলিশ ও বিধায়ক মানগোবিন্দ অধিকারী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই ঘরছাড়াদের গ্রামে ফেরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত বিধায়ক মান গোবিন্দ অধিকারী। এদিনের উদ্যোগ তারই ফলশ্রুতি বলে মানগোবিন্দবাবুর অনুগামীরা জানিয়েছেন।
advertisement
জানা গিয়েছে, তাদের ওপর আক্রমণ নেমে আসতে পারে এই আশঙ্কাতে ফল প্রকাশের পরপরই অনেক বিজেপি কর্মী সমর্থক এলাকা ছেড়ে ছিলেন। অনেকে আত্মীয় বাড়িতে কেউ কেউ দূরবর্তী এলাকায় দলের কার্যালয়ে রাত কাটাচ্ছিলেন। নির্ঝঞ্ঝাটে বাড়ি ফিরতে পেরে খুশি তাদের অনেকেই স্বস্তিতে তাদের পরিবারের সদস্যরাও।
advertisement
বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ভোট মিটে গিয়েছে। এলাকার বাসিন্দারা শান্তিতে জীবনযাপন করুক এটাই চাইবো। তৃণমূল কংগ্রেসের জন্যে কেউ ঘর ছাড়া হয়ে থাকলে তাদের শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা করব বলে কথা দিয়েছিলাম।ভাতারের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের নবাবনগর গ্রামে বেশকিছু বাসিন্দা গ্রামছাড়া রয়েছে বলে খবর পাই।সেই সমস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে গ্রামছাড়াদের সঙ্গে ফোনে যোগাযোগ করে ফিরে আসতে বলি। কেউ তাদের কোন রকম সমস্যা করবে না বলে আশ্বাস দিই। সেইমতো এদিন সবাইকে ঘরে ফিরিয়ে দেওয়া হল।
advertisement
বিধায়কের উদ্যোগে খুশি গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ।গ্রামের বাসিন্দা অরূপ বিশ্বাস জানান, ২ মে ভোটের ফল বেরোনোর পর আমি বাড়ি থেকে ভয়ে পালিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমাদের ওপর অত্যাচার হবে। কিন্তু বাড়িঘরের ওপর কোনও অত্যাচার হয়নি। আমাকে গতকাল ফোন করেছিলেন বিধায়ক।খবর পাওয়ার পর আমি গ্রামে ফিরলাম। বিধায়ককে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ।বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান, স্থানীয় পুলিশ প্রশাসনও গ্রামছাড়াদের বাড়ি ফেরাতে তৎপর হয়েছিল। আমি সেই চেষ্টাই করছি।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সৌজন্যতার দারুণ নজির, শাসক দলের বিধায়ক নিজে বিরোধী দলের সমর্থকদের ঘরে ফেরালেন
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement