Pigeon Killing Case in Burdwan: পায়রা খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ! পুলিশে অভিযোগ দায়ের

Last Updated:

এই ঘটনায় পক্ষীপ্রেমী শান্তনু দাস ভেঙে পড়েছেন। তিনি প্রতিবেশীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন। বর্ধমান জেলা পশু হাসপাতালের চিকিৎসক বাসুদেব ঘোষ বলেন, মৃত পায়রাগুলির ময়নাতদন্ত করা হবে।

বর্ধমান: পায়রা মারার অভিযোগ দায়ের হল বর্ধমান থানায় (Burdwan Police Station) ! বর্ধমান শহরের নীলপুরের কমলাদীঘি পাড় এলাকার বাসিন্দা শান্তনু দাসের বাড়ি থেকে উড়ে গিয়ে প্রতিবেশী এক বাসিন্দার বাড়ির ছাদে প্রতিদিন খেলা করে বেড়াতো একঝাঁক পায়রা ও ঘুঘু। আর এতেই আপত্তি ছিল প্রতিবেশী বাড়ি মালিকের । অবলা, নিরীহ এই পাখিদের অত্যাচার বন্ধ করতে বাড়ি মালিকের বিরুদ্ধে ছাদের গাছপালায় বিষ দিয়ে পাখিদের মেরে ফেলার অভিযোগ দায়ের হল বর্ধমান থানায়। নির্মম এই কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে শহরের একাধিক পশু পক্ষী প্রেমী সংগঠন।
অভিযোগকারী পশুপ্রেমী শান্তনু দাসের মা সবিতা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই তাঁর বাড়ির ছাদে পাখিদের বসবাস করার ব্যবস্থা করে রেখেছেন। কয়েকটি পোষা পাখিও আছে এর মধ্যে । প্রতিদিন সকালে এদের ছেড়ে দেওয়া হয়, উড়ে বেড়ানোর জন্য।
advertisement
advertisement
পায়রা, ঘুঘু পাখির পাশাপাশি অন্যান্য আরও কিছু পাখি রোজ খাবারের খোঁজে তাঁদের বাড়ির ছাদে এবং আশপাশের প্রতিবেশীদের ছাদে এসে ভিড় জমাত । কিন্তু আপত্তি ছিল ওই প্রতিবেশীর। বাড়ির ছাদে পাখিদের আনাগোনা পছন্দ করতেন না তিনি।
advertisement
শান্তনুবাবু গত রবিবার বাড়িতে ছিলেন না। পুলিশের পরীক্ষা দিতে বাইরে গিয়েছিলেন। আর সেইদিনই তাঁর মা এবং পরিবারের সদস্যরা লক্ষ্য করেন পায়রাগুলো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে। পরে এদের মধ্যে ৬টি পায়ারকে মৃত অবস্থায় উদ্ধার করেন শান্তনুবাবু । তবে বাকী পায়রাগুলির এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান শান্তনুবাবুর মা।
এই ঘটনায় পক্ষীপ্রেমী শান্তনু দাস ভেঙে পড়েছেন। তিনি প্রতিবেশীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন। বর্ধমান জেলা পশু হাসপাতালের চিকিৎসক বাসুদেব ঘোষ বলেন, মৃত পায়রাগুলির ময়নাতদন্ত করা হবে।
advertisement
শরদিন্দু ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pigeon Killing Case in Burdwan: পায়রা খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ! পুলিশে অভিযোগ দায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement