Vaccine: ভ্যাকসিনের সঙ্গে গান ফ্রি! অভিনব কায়দায় টিকাকরণের ব্যবস্থা হাসপাতালের

Last Updated:

Vaccine: ভ্যাকসিন দিতে এসে চিন্তামুক্ত মানুষ। অভিনব কায়দায় টিকাকরণের ব্যবস্থা হাসপাতালের।

#বর্ধমান: ভ্যাকসিন (Vaccine) ক্যাম্প মানেই ভোর থেকে লম্বা লাইন। ভ্যাপসা গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ঠেলাঠেলি, হুড়োহুড়ি। সব মিলিয়ে দুর্ভোগের একশেষ। সেই জায়গায় বর্ধমান মেডিকেল কলেজের ছবিটা একেবারেই অন্যরকম। এখানে ভ্যাকসিনের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ফ্রি। থাকছে মেলোডি সং। সব মিলিয়ে অপার শান্তির অন্য পরিবেশ। অনেকের কাছেই বিষ‌য়টি হঠাৎ পাওয়া তাজা অক্সিজেনের মতো। সে অক্সিজেনে বুক ভরে নিয়ে জীবন শুরু করা যায় নতুন উদ্যমে।
একটা সময় ছিল যখন ডেকে হেঁকেও ভ্যাকসিন দেওয়ার লোক পাওয়া যায়নি। আর এখন অনেকের কাছেই ভ্যাকসিন অধরা। দিন রাত চোখ রেখে চলেছেন কো-উইন অ্যাপে। ফাস্ট ডোজ পাওয়া যেন লটারি পাওয়ার সামিল। এই পরিস্থিতিতে এখন দিনে দু হাজার জনকে ভ্যাকসিন দেওয়ার লক্ষমাত্রা নিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ। এখানে ৮টি শিবিরে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ফাস্ট ও সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। চিন্তামুক্ত মনে শান্ত পরিবেশে যাতে পুরুষ-মহিলারা ভ্যাকসিন নিতে পারেন সে ব্যাপারে এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ভ্যাকসিন কেন্দ্রে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত বাসিন্দারা থাকছেন রাবীন্দ্রিক পরিবেশে। বাজছে শ্রুতি মধুর রবীন্দ্রসঙ্গীত। অপেক্ষা করা ও ভ্যাকসিন নেওয়ার পর বিশ্রামের জন্য রয়েছে পর্যাপ্ত বসার আসন, ঠান্ডা পরিবেশ। স্বাভাবিকভাবেই খুশি ভ্যাকসিন নিতে আসা সকলেই।
advertisement
advertisement
বর্ধমান মেডিকেলের ভ্যাকসিন কর্মসূচি কেন্দ্রের উপদেষ্টা সুব্রত সেন বললেন, "এমনিতেই মেডিকেল সেন্টারে যাওয়ার কথা ভাবলেই সকলের অবচেতন মনে একটা ভীতি তৈরি হয়। ইঞ্জেকশন নিতেও অনেকে ভয় পান। টেনশন হয়। তাই টেনশন ফ্রি পরিবেশ তৈরির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা।" বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত বলেন, "করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। তাই যত বেশি সম্ভব বাসিন্দাকে ভ্যাকসিন দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। এখান থেকে সবাই ভয়শূন্য মনে ভালো থাকার সঙ্কল্প নিয়ে বাড়ি ফিরুক, সেই ভাবনা থেকেই এই পরিবেশ রচনা।"
advertisement
বয়স্কদের অনেকেই সংবাদ মাধ্যমে ভ্যাকসিন সেন্টারের অব্যবস্থা, অপেক্ষা, অনিয়মের ছবি দেখছেন নিয়মিত। সেই ভীতি নিয়ে বর্ধমান মেডিকেলে এসে এখানের পরিবেশে আপ্লুত তাঁরা। একটু সদিচ্ছায় যে অনেকটা বদল সম্ভব তা দেখাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। এমনই বলছেন ভ্যাকসিন নিতে আসা মানুষ।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vaccine: ভ্যাকসিনের সঙ্গে গান ফ্রি! অভিনব কায়দায় টিকাকরণের ব্যবস্থা হাসপাতালের
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement