Barasat: ২ মাস আগে পুড়েছিল বারাসতের গোডাউন, এবার ভস্মীভূত গোডাউনের পাশের স্তূপ থেকে উদ্ধার পচা-গলা দেহ

Last Updated:

বারাসতের কদম্বগাছিতে ভস্মীভূত গোডাউনের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়

Barasat Crime
Barasat Crime
বারাসত,জিয়াউল আলম: বারাসতের কদম্বগাছিতে ভস্মীভূত গোডাউনের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত শহর লাগোয়া কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমোড়া এলাকার একটি গোডাউনে ২১ জুন বিধ্বংসী আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। তবে আপাতত পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক। নতুন করে গোডাউন সারিয়ে, সাজিয়ে তোলার প্রক্রিয়া চলছে। এবার সেই আবহে আগুনে ভস্মীভূত গোডাউনের পাশের স্তূপ থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ।
পুলিশ সূত্রে জানা যায়, শরীরের বিভিন্ন অংশ ছিল ছড়ানো-ছেটানো। গোডাউন থেকে দুর্গন্ধ বার হতেই স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দত্তপুকুর থানায়। এর পর কদম্বগাছি ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মৃতদেহ পুলিশের। দেহ বাইরে থেকে এনে গোডাউনের পাশে ফেলা হয়। অনুমান করা হচ্ছে, দেহ আগেই জঞ্জালের স্তূপে ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা। তদন্তের জন্য এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে এই গোডাউনের কোনও কর্মী এখনও নিখোঁজ নয়। স্বাভাবিকভাবে এর সঙ্গে অগ্নিকাণ্ডের সম্পর্ক নেই বলেই দাবি পুলিশের। পুলিশের এক আধিকারিক জানান, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat: ২ মাস আগে পুড়েছিল বারাসতের গোডাউন, এবার ভস্মীভূত গোডাউনের পাশের স্তূপ থেকে উদ্ধার পচা-গলা দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement