Barasat obscene video case: সিরিয়ালে অভিনয়ের টোপ দিয়ে মহিলাদের বেহুঁশ করে পর্ন ভিডিও! বড় শাস্তি দিল বারাসত আদালত

Last Updated:

নিউ টাউন ছাড়াও উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর, দক্ষিণ চব্বিশ পরগণার বকখালি সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বেশ কয়েকজন যুবতী এই চক্রের ফাঁদে পড়েন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
জিয়াউল আলম, বারাসত: সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ করে দেওয়ার নাম করে জোর করে পর্ন ভিডিওয় অভিনয় করতে বাধ্য করার অভিযোগ৷ একসঙ্গে ৬ জনেকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত৷ গত শুক্রবার এই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিলেন বারাসত আদালতের বিচারক৷
ঘটনাটি প্রকাশ্যে আসে ২০২১ সালে৷ অভিযোগ, সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়া হবে, এই টোপ দিয়ে একাধিক যুবতী এবং মহিলাদের নীল ছবিতে অভিনয় করতে বাধ্য করে একটি সংস্থা৷ এমন কি, মাদক খাইয়ে মহিলাদের সংজ্ঞাহীন করেও নীল ছবির শ্যুটিং করানোর অভিযোগ ওঠে৷ সেই ছবি দেখিয়ে ফের ওই মহিলাদের একই ধরনের ভিডিওয় অভিনয় করতে বাধ্য করা হত বলে অভিযোগ৷
advertisement
advertisement
নিউ টাউন ছাড়াও উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর, দক্ষিণ চব্বিশ পরগণার বকখালি সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বেশ কয়েকজন যুবতী এই চক্রের ফাঁদে পড়েন৷ পরে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা৷ তদন্তে নামে বিধাননগর পুলিশ কমিশনারেট৷ একে একে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ৷
advertisement
অভিযোগকারীদের আইনজীবী জানান, রীতিমতো টালিগঞ্জে অফিস খুলে এই প্রতারণার কারবার চালাত অভিযুক্তরা৷ এক অভিযোগকারিণী জানান, শ্যুটিংয়ের আগে ফুলকপির তরকারি খাইয়ে তাঁকে অচৈতন্য করে অশ্লীল ভিডিও তৈরি করা হয়৷ পরে বকখালিতে নিয়ে গিয়ে আটকে রেখে নীল ছবির শ্যুটিংয়ে বাধ্য করে প্রতারকরা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat obscene video case: সিরিয়ালে অভিনয়ের টোপ দিয়ে মহিলাদের বেহুঁশ করে পর্ন ভিডিও! বড় শাস্তি দিল বারাসত আদালত
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement