Hidden camera in female tenant room: মহিলা ভাড়াটিয়ার বেডরুম, বাথরুমের বাল্বে গোপন ক্যামেরা! ফাঁস হল যুবকের কুকীর্তি

Last Updated:

ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে তাঁর৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: দেখলে মনে হবে ঘরে বাল্ব লাগানোর সাধারণ হোল্ডার৷ কিন্তু তার মধ্যেই লুকনো রয়েছে গোপন ক্যামেরা৷ মহিলা ভাড়াটিয়ার বাথরুমে এবং বেডরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও রেকর্ড করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির শাকারপুর এলাকায়৷
জানা গিয়েছে, সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ওই তরুণী৷ দিল্লির শাকারপুরে একটি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি৷ অভিযুক্ত যুবক ওই বাড়ির মালিকের ছেলে৷ ওই বাড়িরই অন্য একটি তলায় থাকত করণ নামে ওই যুবক৷ উত্তরপ্রদেশে নিজের বাড়ি যাওয়ার সময় নিজের ঘরের চাবি ওই যুবককে দিয়ে গিয়েছিলেন ওই তরুণী৷
advertisement
advertisement
ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে তাঁর৷ পরীক্ষা করে তিনি দেখেন, অন্য একটি ল্যাপটপে তাঁর অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে৷ সঙ্গে সঙ্গে ওই ল্যাপটপ থেকে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট করেন৷
এর পরেই তরুণীর সন্দেহ হয়, তাঁর উপরে কেউ নজরদারি চালাত পারে৷ খুঁজতে খুঁজতে নিজের ঘর এবং বাথরুমে লাগানো বাল্বের হোল্ডারে দুটি গোপন ক্যামেরার খোঁজ পান তিনি৷ পুলিশকে ওই মহিলা জানান, তিন মাস আগে বাড়ি যাওয়ার সময় বাড়ির মালিকের ছেলেকে ঘরের চাবি দিয়ে গিয়েছিলেন তিনি৷ এর পরই বিশেষভাবে সক্ষম ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তখনই নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত৷
advertisement
জেরায় ওই যুবক জানায়, তরুণীর ভিডিও রেকর্ড করতে বাজার থেকে তিনটি গোপন ক্যামেরা কেনে সে৷ এর পর তরুণীর ঘর এবং বাথরুমের বাল্ব লাগানোর হোল্ডারে ক্যামেরা দুটি লাগিয়ে দেয় সে৷ যেহেতু ওই ক্যামেরায় রেকর্ড হওয়া ছবি অনলাইনে ট্রান্সফার হত না, তাই সেই সমস্ত ভিডিও নিজের ল্যাপটপে নেওয়ার জন্য আলোর কাজ করার অছিলায় ফের তরুণীর কাছ থেকে ঘরের চাবি নেয় সে৷ এই ঘটনায় দুটি গোপন ক্যামেরা ছাড়াও দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
advertisement
ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইন করণ নামে বিশেষ ভাবে সক্ষম ওই যুবককে মামলা করেছে পুলিশ৷ দোষী সাব্যস্ত হলে ওই যুবকের অন্তত এক বছরের জন্য কারাবাসের শাস্তি হতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hidden camera in female tenant room: মহিলা ভাড়াটিয়ার বেডরুম, বাথরুমের বাল্বে গোপন ক্যামেরা! ফাঁস হল যুবকের কুকীর্তি
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement