Anubrata Mondal at Bolpur: ২৫ মাস পর ফের বোলপুরের বাড়িতে অনুব্রত! পুষ্প বৃষ্টি, উলুধ্বনিতে 'বীরের' মতোই বরণ অনুগামীদের

Last Updated:

২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই৷

বোলপুরে ফিরলেন অনুব্রত মণ্ডল৷
বোলপুরে ফিরলেন অনুব্রত মণ্ডল৷
২০২২ সালের অগাস্ট মাসে বোলপুুরের নিচুপট্টির এই বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল সিবিআই৷ দীর্ঘ দু বছর এক মাস পর মঙ্গলবার সকাল থেকে ফের গমগম করছিল বোলপুর শহরের নিচুপট্টির বহুল চর্চিত এই বাড়িটি৷ এবার অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের অপেক্ষায়৷ শেষ পর্যন্ত সকাল ৯.১০ মিনিট নাগাদ বোলপুরের বাড়িতে পৌঁছন অনুব্রত মণ্ডল৷
শেষ পর্যন্ত গরু পাচার মামলায় জামিন পেয়ে নিজের ডেরা বীরভূমে পা পড়ল অনুব্রত মণ্ডলের৷ অনুব্রতর প্রত্যাবর্তন উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছিলেন অনুগামীরা৷ অনুব্রতকে স্বাগত জানাতে তৈরি করা হয়েছিল বড় বড় তোড়ণ৷
ভোরে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর মেয়ে সুকন্যাকে নিয়ে সরাসরি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল৷ বোলপুর শহরে ঢোকার কয়েক কিলোমিটার আগে থেকেই অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে রাস্তার পাশে ভিড় করেছিলেন অনুব্রতর অনুগামীরা৷ তৃণমূল নেতার গাড়ির উপর পুষ্প বৃষ্টি করেন দলীয় কর্মী সমর্থকরা৷  দেওয়া হয় উলুধ্বনি৷ মানুষের ভিড়ে বার বার থমকেছে অনুব্রতর গাড়ি৷ শেষ পর্যন্ত সকাল ৯টা নাগাদ বোলপুরের বাড়ির সামনে পৌঁছয় অনুব্রতর গাড়ি৷
advertisement
advertisement
দু বছর আগে যেভাবে ভিড় ঠেলে কোনওক্রমে তাঁকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই, এ দিনও ঠিক একই ভাবে ভিড়ের মধ্যে দিয়েই কোনওক্রমে বাড়িতে ঢোকেন অনুব্রত৷ বাড়িতে ঢুকেই দরজায় দাঁড়িয়ে কর্মী, সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান অনুব্রত মণ্ডল, নমস্কারও করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal at Bolpur: ২৫ মাস পর ফের বোলপুরের বাড়িতে অনুব্রত! পুষ্প বৃষ্টি, উলুধ্বনিতে 'বীরের' মতোই বরণ অনুগামীদের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement