TMC Bankura News: একুশে ভরাডুবি, চব্বিশেও অশনি সঙ্কেত! শক্ত গাঁট বাঁকুড়া, কাউন্সিলরদের কী হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভার মধ্যে ৮টি বিধানসভায় শোচনীয়ভাবে হেরে যায় তৃণমূল।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: বিধানসভা ভোটে নিজের এলাকা থেকে দলীয় প্রার্থীদের জেতাতে না পারলে আগামী পুরসভা ভোটে আর টিকিট মিলবে না৷ বাঁকুড়া শহরের তৃণমূল কাউন্সিলরদের এমনই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী৷ তৃণমূল সাংসদের এই হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷ তাদের কটাক্ষ, সাংসদ যতই হুঁশিয়ারি দিন না কেন গত বিধানসভা ভোটের মতো এবারও বাঁকুড়ায় বিপর্যয় হবে শাসক দলের৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভার মধ্যে ৮টি বিধানসভায় শোচনীয়ভাবে হেরে যায় তৃণমূল। গত লোকসভা ভোটে তৃণমূল বাঁকুড়া লোকসভায় জয়লাভ করলেও বাঁকুড়া পুর এলাকায় ২৪টি ওয়ার্ডের মধ্যে ২১ টিতেই পিছিয়ে ছিল তৃণমূল।
আগামী বিধানসভা ভোটের আগে তাই বাঁকুড়ায় ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল নেতৃত্ব৷ জনসংযোগ বাডা়তে এবং মানুষের আস্থা ফেরাতে মূল দায়িত্ব দেওয়া হচ্ছে দলের কাউন্সিলরদেরই৷ গতকাল বাঁকুড়া শহরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে দলের সেই কাউন্সিলরদেরই কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল সাংসদ৷ তবে শুধু কাউন্সিলররাই নন, বিভিন্ন সাংগঠনিক পদে থাকা স্থানীয় নেতাদেরও হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ৷
advertisement
advertisement
অরূপ চক্রবর্তী বলেন, ‘নিজের ওয়ার্ডে যিনি দলকে জেতাতে পারবেন না, তিনি আগামী দিনে দলের টিকিট পাবেন না।’ সংগঠনের নেতাদের হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, ‘আজই ঠিক করুন ভোট করবেন কিনা? দয়া করে ভিড় বাড়াতে আসবেন না।দলের কাজটা আগে করতে হবে।’
তবে শুধু বাঁকুড়ার সাংসদই নন, দলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়ও দলের নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন৷ দলের নিচুতলার অনেক নেতাই একজন আর একজনের কাছে গিয়ে নেতাদের নামে কান ভাঙাচ্ছেন বলে অভিযোগ করেন বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 2:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Bankura News: একুশে ভরাডুবি, চব্বিশেও অশনি সঙ্কেত! শক্ত গাঁট বাঁকুড়া, কাউন্সিলরদের কী হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ?