১৫০০ নয়, মহিলাদের জন্য মাসে ২৫০০ টাকা! আর রান্নার গ্যাস? বড় প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
- Published by:Tias Banerjee
Last Updated:
শুভেন্দু অধিকারী ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা, ৫০০ টাকায় গ্যাস, ফ্রি বাস ও আয়ুষ্মান ভারতে ১০ লক্ষ টাকার চিকিৎসা! তৃণমূল কটাক্ষ, 'খয়রাতির রাজনীতি'!
ভোটের আগে ফের শুরু হয়েছে প্রতিশ্রুতির পাল্টাপাল্টি লড়াই। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জবাবে বিজেপি এবার আনছে ‘আড়াই হাজারি স্কিম’। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা, ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস, সরকারি বাসে মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াত, সেই সঙ্গে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা।
বিরোধী দলনেতা জানান, বিজেপি সরকার গঠনের পর বাংলাতেও প্রকাশিত হবে ‘সংকল্প পত্র’। সেই সংকল্প পত্র হাতে নিয়ে তাঁরা যাবেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে। শুভেন্দু বলেন, দিল্লিতে যেমন ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়েছিল, এবার বাংলার জন্যও সেই নথি প্রকাশ করা হবে। তিনি বলেন, “মহিলাদের জন্য মাসে আড়াই হাজার টাকা, ৫০০ টাকায় গ্যাস, সরকারি বাসে ফ্রি যাতায়াত, আর আয়ুষ্মান ভারতে ১০ লক্ষ টাকার চিকিৎসা — এই চারটি আমাদের প্রধান প্রতিশ্রুতি।”
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির এই ঘোষণাকে ‘ভোটের আগে খয়রাতির রাজনীতি’ বলে কটাক্ষ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এরা ভোটের আগে অনেক কিছু বলে, কিন্তু ক্ষমতায় গিয়ে কিছুই দেয় না। মুম্বই, মধ্যপ্রদেশ, রাজস্থানে যা প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই পূরণ করেনি। আমরা যা বলি, তাই করি। আমরা কখনও কথার খেলাপ করি না।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার আমরা শুধু বাংলায় নয়, সারা পৃথিবীতে প্রথম চালু করেছি। আর এটা সারাজীবন চলবে।”
advertisement
তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য, “সব দলই খয়রাতির রাজনীতি করে, কিন্তু নিজেরা দিলে বলে কল্যাণ, আর বিরোধী দিলে বলে খয়রাতি — এটাই রাজনীতির প্রহসন।” তিনি উদাহরণ টেনে বলেন, ছত্তীসগঢ়ে মাহাতারি যোজনায় মহিলারা বছরে বারো হাজার টাকা পান, ওড়িশায় সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়, মধ্যপ্রদেশে ‘লাডলি বহেন’ প্রকল্পে মহিলারা মাসে আড়াই হাজার টাকা পান, তাহলে বাংলার মহিলারা বঞ্চিত কেন?
advertisement
শুভেন্দু আরও দাবি করেন, “মাধ্যমিক পাশ বেকার যুবক যতদিন চাকরি না পাচ্ছেন, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডণবীশের নেতৃত্বে এনডিএ সরকার প্রতি মাসে চার হাজার টাকা বেকার ভাতা দিচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গেই বা হবে না কেন?”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের হাত ধরে রাজ্যে একাধিক নির্বাচনে ঢালাও সাফল্য পেয়েছে। বিজেপি এবার সেই ‘সফল ফর্মুলা’-র প্রতিরূপ তৈরি করে পাল্টা প্রতিশ্রুতির রাজনীতি শুরু করেছে।
advertisement
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছেন, “কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, ওত দেব। কিন্তু নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি। আমরা কখনও ফাঁকা প্রতিশ্রুতি দিই না। আমরা যা বলি, তা রাখি।”
তৃণমূলের বক্তব্য, “স্বাস্থ্যসাথীতে প্রতি পরিবারে বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা দিচ্ছে রাজ্য সরকার। সেখানে আয়ুষ্মান ভারতে কেন্দ্রের ভূমিকা মাত্র ষাট শতাংশ। রাজ্যের মানুষকে চব্বিশ ঘণ্টা স্বাস্থ্যসাথী সুবিধা দিতে রাজ্যই পুরো দায় নিয়েছে।”
advertisement
অন্যদিকে বিজেপি দাবি করছে, রাজ্যে ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে দ্বিগুণ অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে।
ভোটের আগে তাই রাজনীতির ময়দানে মূল প্রতিযোগিতা এখন প্রতিশ্রুতি বনাম প্রতিশ্রুতি। একদিকে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথী— অন্যদিকে বিজেপির ‘আড়াই হাজারি’ ও ‘আয়ুষ্মান দশ লক্ষ’। ভোটের আগে রাজনীতি এখন স্পষ্টতই খয়রাতির পাল্টা খয়রাতির লড়াইয়ে দাঁড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 1:44 PM IST