Bankura News: তিন-তিনটি বাড়িতে হানা, শেষে কপাল পুড়ল দুষ্কৃতীদের! সিসিটিভির সূত্র ধরে পুলিশের জালে ২
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Bankura News: চুরির কিনারা করল বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ। ঘটনায় যুক্ত দুই দুস্কৃতী গ্রেফতার, পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী।
কোতুলপুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: গৃহস্থের ঘরের চুরির ঘটনার কিনারা করল বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ। ঘটনায় যুক্ত দুই দুস্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে খোওয়া যাওয়া সামগ্রী। ধৃতদের এদিন বুধার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের রাতে বাঁকুড়ার কোতুলপুর থানার নেতাজি মোড়ে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরির চেষ্টা চালানো হয় পার্শ্ববর্তী আরও ২ টি বাড়িতে। ঘটনার খবর জানাজানি হতেই তদন্তে নামে কোতুলপুর থানার পুলিশ। আশপাশের এলাকার সিসি ক্যমেরার ফুটেজ ও বিভিন্ন ধরনের প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে পুলিশ দুই দুস্কৃতীকে চিহ্নিত করা হয়।
advertisement
advertisement
এরপর গতকাল মঙ্গলবার রাতে কোতুলপুর থানার পুলিশ হানা দেয় বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা এলাকায়। সেখান থেকে গ্রেফতার করা হয় গুলশান মন্ডল ওরফে দালাল ও শারাফত দালাল নামের দুই দুস্কৃতীকে। দুস্কৃতীদের কাছ থেকে খোওয়া যাওয়া একটি দামী ল্যপটপ সহ বেশ কিছু অলঙ্কার উদ্ধার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ‘রাখে হরি মারে কে!’ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মন্দিরের মাথায় উঠল গাড়ি, যমের মুখ থেকে ফিরলেন চালক
প্রসঙ্গত, উৎসবের দিনে এমন ঘটনায় চিন্তায় পড়ে গিয়েছিলেন স্থানীয় মানুষ। দাবি বিভিন্ন জিনিস হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও। কিন্তু পুলিশ এই চুরির কিনারা করতে প্রথম থেকেই সক্রিয় মনোভাব নিয়েছিল। আর তাতেই খোলসা হয়েছে পুরো ঘটনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Jan 07, 2026 10:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: তিন-তিনটি বাড়িতে হানা, শেষে কপাল পুড়ল দুষ্কৃতীদের! সিসিটিভির সূত্র ধরে পুলিশের জালে ২











