Bankura News: বিনামূল্যে স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ, পাশাপাশি চাকরির সন্ধান! বাঁকুড়ার বুকে দারুণ উদ্যোগ, উপকৃত হচ্ছেন বহু
- Published by:Sneha Paul
- hyperlocal
Last Updated:
Bankura News: বাঁকুড়া জেলার ১৮৬টি গ্রামে বিনামূল্যে শিক্ষা ও স্পোকেন ইংলিশ প্রশিক্ষণের মাধ্যমে প্রায় পাঁচ হাজার শিশু উপকৃত হচ্ছে। এই উদ্যোগে শিক্ষা ও চাকরিমুখী দক্ষতার মাধ্যমে গ্রামবাংলার ভবিষ্যৎ বদলের পথে এগোচ্ছে শত শত পরিবার।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ ভোরের আলো ফুটতেই বাঁকুড়ার এক প্রান্তের গ্রামের ছোট্ট স্কুলঘরের দরজা খুলে যায়। কাঁচা রাস্তার ধুলো মাড়িয়ে ছুটে আসে বাচ্চারা, কেউ খালি পায়ে, কেউ পুরনো ব্যাগ কাঁধে। তাঁদের চোখেমুখে একটাই উচ্ছ্বাস, আজও নতুন কিছু শেখা হবে। গোটা বাঁকুড়া জেলা জুড়ে ১৮৬টি গ্রামে, ১৮৬টি ছোট স্কুলে দেখা যায় এমন দৃশ্য। এখানে প্রতিদিন বিনামূল্যে শিক্ষা পাচ্ছে প্রায় ৫ হাজার শিশু।
এই ১৮৬টি স্কুলের প্রতিটির দায়িত্বে রয়েছেন একজন করে মহিলা। অর্থাৎ শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি ১৮৬ জন মহিলা পেয়েছেন নিয়মিত রোজগারের সুযোগ। সকালবেলা অফলাইন পদ্ধতিতে চলে পঠনপাঠন, পড়া, লেখা, গুনতি আর জীবনের ছোট ছোট পাঠ। শিশুদের হাত ধরে এগিয়ে যাওয়ার এই কাজটাই তাঁদের নিত্যদিনের লড়াই ও সাফল্য।
আরও পড়ুনঃ কোটি টাকা খরচে মালদহে তৈরি হচ্ছে ঝাঁ চকচকে রাস্তা! পথশ্রী প্রকল্পে বদলে যাবে এলাকার চেহারা, শুরু হয়ে গেল কাজ
পড়াশোনার পাশাপাশি আধুনিক সময়ের সঙ্গে তাল মেলাতে অনলাইন মাধ্যমে দেওয়া হচ্ছে বিনামূল্যে স্পোকেন ইংলিশ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। এই কর্মযজ্ঞে ইতিমধ্যেই যুক্ত হয়েছে প্রায় ৫০ জন শিশু, যারা মোবাইল স্ক্রিনের ওপার থেকে নতুন স্বপ্ন দেখতে শিখছে। অফলাইন আর অনলাইনের এই মেলবন্ধনই এই উদ্যোগকে করে তুলেছে ডিজিটাল-ফ্রেন্ডলি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর্ট অফ লিভিং সংস্থার এই উদ্যোগ শুধু শিক্ষা নয়, কর্মসংস্থানের দিকেও নজর দিয়েছে। বাঁকুড়া জেলার প্রায় ৩০০টি গ্রামকে একসঙ্গে নিয়ে চলা এই প্রকল্পে সিকিউরিটি গার্ডের ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করিয়ে চাকরির সুযোগও প্রদান করা হচ্ছে। ছাতনা, সিমলাপাল, বাঁকুড়া ব্লক সহ জেলার বিভিন্ন গ্রামের মানুষ এই উদ্যোগের সাক্ষী। কো-অর্ডিনেটরের কথায়, “এটা কোনও লাভ-ক্ষতির হিসেব নয়। পুরোটাই সেবা।” আর সেই সেবার হাত ধরেই বাঁকুড়ার গ্রামেগঞ্জে আজ বদলে যাচ্ছে ভবিষ্যতের গল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Dec 19, 2025 1:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বিনামূল্যে স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ, পাশাপাশি চাকরির সন্ধান! বাঁকুড়ার বুকে দারুণ উদ্যোগ, উপকৃত হচ্ছেন বহু









