Book Bank: আজব ব্যাঙ্ক! থাকে না টাকা-পয়সা, থাকে অন্যকিছু! তবে পুরোটাই আসে দারুণ উপকারে

Last Updated:

Book Bank: বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এমন একটি বই ব্যাঙ্ক নজর কেড়েছে গোটা শহরের

+
বাঁকুড়ায়

বাঁকুড়ায় বই ব্যাঙ্ক

বাঁকুড়া: এবার স্কুলেই তৈরি হল একটা ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে থাকবে জ্ঞানের চাবিকাঠি। যে কেউ এসে নিয়ে যেতে পারে সেই জ্ঞানের রসদ। ভাবছেন পাগলের প্রলাপ! আদতে কিন্তু উল্টো। বিদ্যালয়ের ভিতরে তৈরি হয়েছে একটি বইয়ের ব্যাঙ্ক। যার নাম ‘উত্তরণ’। ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত বিভিন্ন রেফারেন্স পাঠ্যপুস্তক রাখা থাকবে এই ব্যাঙ্কে।
বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এমন একটি বই ব্যাঙ্ক নজর কেড়েছে গোটা শহরের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন, এই বইয়ের ব্যাঙ্কে ব্যবহার করে যেকোন ছাত্র কিংবা ছাত্রী, বহিরাগত হলেও নিয়ে যেতে পারবেন তাদের পছন্দের বই। আর্থিক অসচ্ছলতা যেন শিক্ষার পথে যেন বাধা না হয় সেই কারণেই এমন উদ্যোগ নিয়েছে বিদ্যালয়।
advertisement
advertisement
প্রধান শিক্ষক আরও বলেন যে, যদি কোন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি চান তাহলে পুরনো কিংবা নতুন বই দান করতে পারেন এই ব্যাঙ্কের জন্য। আর্থিক সহায়তা নয়! বই দিয়ে সহযোগিতা করতে হবে। মূলত এই বইয়ের ব্যাঙ্কে পাওয়া যাবে পাঠ্যপুস্তক। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে যে বইগুলি রয়েছে সেই বইগুলির রেফারেন্স বই পাওয়া যাবে এই বইয়ের ব্যাঙ্কে। ছাত্রছাত্রীরা যারা নিচু ক্লাসের বই ঘরে ফেলে রেখেছে তারা চাইলেই সেই বইগুলি দান করতে পারেন এই বইয়ের ব্যাঙ্কে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়ার একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বিদ্যালয়ের এমন উদ্যোগে যথেষ্ট খুশি হয়েছে অভিভাবকেরা। এর আগে এই বিদ্যালয় নজরকাড়া সব কাজ করেছে। এবার জনকল্যাণকর একটি কাজ করে অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করল এই বিদ্যালয়। টাকা পয়সার ব্যাঙ্ক নয়! এই ব্যাঙ্কে শুধুই পাওয়া যাবে বই।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Book Bank: আজব ব্যাঙ্ক! থাকে না টাকা-পয়সা, থাকে অন্যকিছু! তবে পুরোটাই আসে দারুণ উপকারে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement