Tridhara Milan Mandir: পশ্চিমবঙ্গেই রয়েছে দ্বিতীয় বৃন্দাবন, হাতের কাছে থাকলেও অনেকে জানেন না! সময় পেলেই ঘুরে আসুন টুক করে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
পশ্চিমবঙ্গের এই মন্দিরকে বলা হয় দ্বিতীয় বৃন্দাবন
advertisement
কিন্তু কেন নাম ত্রিধারা? এর নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কারণ। তবে তার আগে জেনে নিন কোথায় এই মন্দির। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত তালডাংড়া বিধানসভার পাঁচমুড়া গ্রাম। এই গ্রাম বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য। পাঁচমুড়া বাজার পেড়িয়ে এক কিলোমিটার দূরত্বে রাস্তার ডানদিকে চোখে পড়বে সুবিশাল মন্দির। প্রতিদিন দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। মোটরসাইকেল পার্কিং-এর জন্য ১০ টাকা লাগে। এছাড়াও ভোগ খেতে গেলে ৫০ টাকা দক্ষিণা দিতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement






