Birbhum News: শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আসর! দুবরাজপুরে বিশিষ্ট শিল্পীদের পায়ের ধুলো, হাউসফুল নেপাল মজুমদার ভবন, দেখুন
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Birbhum News: শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশে অভিনব উদ্যোগ বীরভূমে। দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে আয়োজিত হল এক মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা। প্রায় ৪০ জন শিল্পী এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বীরভূম, সুদীপ্ত গড়াই: বর্তমান প্রজন্মের বড় অংশ যখন মোবাইল ফোনের স্ক্রিনে আসক্ত, তখন সুরের মূর্ছনায় তাদের ফিরিয়ে আনার এক অভিনব উদ্যোগ নিল বীরভূমের দুবরাজপুর। দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে আয়োজিত হল এক মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা। স্থানীয় সংস্থা ‘কোমল গান্ধার’-এর এই আয়োজনে সাধারণ মানুষের ভিড় প্রমাণ করে দিল যে, সঠিক পরিবেশ পেলে আজও শাস্ত্রীয় সংগীতের কদর কমেনি।
এক সময় দুবরাজপুরে নিয়মিত বড় মাপের শাস্ত্রীয় সংগীতের আসর বসত। মাঝে বেশ কয়েক বছর সেই ঐতিহ্য থমকে গিয়েছিল। সেই শূন্যতা পূরণ করতেই এগিয়ে এসেছে ‘কোমল গান্ধার’। আয়োজকদের মতে, শাস্ত্রীয় সংগীত মানুষের মনের গভীর দাগ কাটে এবং মানসিক বিকাশে সাহায্য করে। সেই উদ্দেশেই এই প্রচার ও প্রসারের পরিকল্পনা।
আরও পড়ুনঃ নর্দমা থেকে উদ্ধার সদ্যজাতের দেহ! জন্মের পরই পৈশাচিক অত্যাচার, মৌসুনি দ্বীপে চাঞ্চল্য
সাধারণত একটি ধারণা প্রচলিত আছে যে, বর্তমান সময়ে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে দর্শক হয় না। কিন্তু এদিন সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই নেপাল মজুমদার ভবনের প্রেক্ষাগৃহ হাউসফুল। ২০০র বেশি সংগীতপ্রেমী মানুষের উপস্থিতি আয়োজকদের চোখেমুখে খুশির ঝিলিক এনে দিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কালনায় সরস্বতী পুজোয় বিশেষ আকর্ষণ অশ্বমেধের ঘোড়া! সবচেয়ে উঁচু প্যান্ডেল, এমন মণ্ডপ আগে কখনও দেখেনি শহরবাসী
উদ্যোক্তাদের মতে, গত তিন বছরের প্রচেষ্টায় এটি তাদের অন্যতম বড় সাফল্য। এদিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত হয়ে এসেছিলেন তিন জন বিশিষ্ট বেতার শিল্পী। ১২টি দলের প্রায় ৪০ জন শিল্পী এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংস্থার পক্ষে প্রিয়জিৎ ভট্টাচার্য বলেন, “আমাদের মূল লক্ষ্য হল শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসার। দুবরাজপুরের সব সংগীতপ্রেমী মানুষের সহযোগিতায় এই আয়োজন সম্ভব হয়েছে। আমরা চেয়েছিলাম হারিয়ে যাওয়া সেই মনোরম পরিবেশ ফিরিয়ে আনতে। ছোট বড় ভেদাভেদ ভুলে প্রায় ৪০ জন শিল্পী এখানে সমবেত হয়েছেন। দর্শকদের এই স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আগামী দিনে আরও বড় কাজ করার সাহস জোগাচ্ছে।”
advertisement
প্রযুক্তির যুগে যখন সংস্কৃতির অবক্ষয় নিয়ে চিন্তিত সমাজ, তখন দুবরাজপুরের এই সংগীত সন্ধ্যা এক নতুন আশার আলো দেখাল।
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 21, 2026 4:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আসর! দুবরাজপুরে বিশিষ্ট শিল্পীদের পায়ের ধুলো, হাউসফুল নেপাল মজুমদার ভবন, দেখুন









