Durga Puja 2025: দেবী রূপে গ্রামের ৫০ মহিলাকে সম্মান! বাঁকুড়ার গ্রামে অভিনব আয়োজন, কেন জানলে স্যালুট জানাবেন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
৫০ জন মহিলাকে দেবী রূপের সম্মান জানায় ক্লাব কর্তৃপক্ষ। এখন ভাবছেন কেন? কারণ জানলে আপনিও ওই ৫০ মহিলাকে স্যালুট জানাবেন
পাত্রসায়ের, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: বাঁকুড়া জেলা পাত্রসায় থানার ঘোড়াডাঙ্গা গ্রাম। মূলত কৃষি প্রধান এই গ্রামে এলাকার কৃষকরা ২০০০ সালে উদ্যোগ নেয় গ্রামের সর্বজনীন দুর্গাপুজোর। কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০০ সালে শুরু হয় দুর্গাপুজো। ক্লাবের নাম দেওয়া হয় ঘোড়াডাঙ্গা বর্তমান ক্লাব।
দীর্ঘ ২৪ বছর এলাকার কৃষি পরিবারের থেকে চাঁদা তুলে এই দুর্গাপুজো চালিয়ে আসলেও ২৫ তম বর্ষে অর্থাৎ এবছর অর্থের অভাবে আর এই দুর্গাপুজো করা সম্ভব হচ্ছিল না ক্লাব কর্তৃপক্ষের। কারণ একদিকে প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে দামোদর নদীর তীরবর্তী অবস্থিত এই গ্রাম হওয়ায় ডিভিসির ছাড়া জলে এলাকার কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবেই অর্থের অভাবে এবছর আর দুর্গা আরাধনা হচ্ছিল না এই গ্রামে।
advertisement
আরও পড়ুন: রাজ্যে চালু হল নতুন কার্ড! বিনামূল্যে ওষুধ থেকে মিলবে বড় ছাড়, জানুন কারা পাবেন ‘এই’ সুবিধা
advertisement
ঠিক তখনই বাঁকুড়ার ওই গ্রামে দেবী দশভুজা রূপে এলাকার ৫০ জন মহিলা এগিয়ে আসেন গ্রামের দুর্গাপুজো যাতে বন্ধ না হয় তার জন্য। তারা ক্লাব কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে তাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে, সেখান থেকেই তারা প্রত্যেকেই এক মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন।
advertisement
ক্লাব কর্তৃপক্ষের মাথায় নেমে আসা গভীর অন্ধকার যেন দশভূজা রূপে এলাকার ৫০ জন মহিলা ক্ষণিকের মধ্যে সাতরঙা রামধনুর মত রঙ্গিন করে তোলেন। আশার আলো দেখে ক্লাব কর্তৃপক্ষ। পুনরায় শুরু হয় প্যান্ডেল বাঁধার কাজ। শুরু হয় মায়ের মূর্তি গড়ার কাজ। আবারও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আনন্দ উৎসবে হইহুল্লোড় এবং আলোর রশ্মিতে আলোকিত হয়ে উঠবেন প্রত্যন্ত এই গ্রাম ঘোড়াডাঙ্গা। এলাকার এই ৫০ জন মহিলাকে দেবী রূপের সম্মান জানায় ক্লাব কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
September 27, 2025 12:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দেবী রূপে গ্রামের ৫০ মহিলাকে সম্মান! বাঁকুড়ার গ্রামে অভিনব আয়োজন, কেন জানলে স্যালুট জানাবেন