খেলা শুরু নিম্নচাপের, তুমুল বৃষ্টির তাণ্ডব 'এই' জেলায়! ভেঙে পড়ল পুজোর লাইটের গেট, চিন্তায় উদ্যোক্তারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
পুজো আবহে খারাপ আবহাওয়ার জেরে আবারও বিপত্তি। ভেঙে পড়ল পুজোর লাইটের গেট। আর যার জেরে চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা।
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পুজো আবহে খারাপ আবহাওয়ার জেরে আবারও বিপত্তি। বকখালিতে ভেঙে পড়ল পুজোর লাইটের গেট। আর যার জেরে চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। বকখালি সমুদ্র সৈকতের কাছে এই তোরণ ভেঙে পড়ে। তবে রাতে এই ঘটনা ঘটায় বড় সড় বিপত্তি এড়ানো গিয়েছে। গেট ভেঙে পড়ার পর বকখালি পল্লী সমাজের স্বেচ্ছাসেবকের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে রাস্তা থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলার কাজে হাত লাগায়।
পুলিশ সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের লাগাতার বৃষ্টির জেরে মাটি আলগা ছিল। তার উপর ঝোড়ো হাওয়া চলায় এই গেট ভেঙে পড়ে। আর আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এইরকম দুর্ঘটনার খবর আসছিল। তবে এবার বকখালিতে এমন ঘটনা ঘটায় কিছুটা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কপালে। গেট ভেঙে পড়ায় গেটের লাইটের তার ছিঁড়ে যায়। কিছুক্ষণের জন্য সেখানে অসুবিধার সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন: সহজ হবে নেপাল-ভুটান ভ্রমণ? নতুন দিগন্ত খুলবে কৃষিকাজেও! শিলিগুড়িতে মিলনমেলা ঘিরে জাগছে নতুন আশা
advertisement
খবর যায় দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাতেও। তারাও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ায় কাজ দ্রুত শুরু করা হয়। এই গেট সরিয়ে ফেলা হয়েছে বর্তমানে। রাতে এই ঘটনা ঘটায় বড় বিপত্তি এড়ানো গিয়েছে। সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটলেও সমুদ্র সৈকতের খুব কাছে হওয়ায় গাড়িগুলির খুব একটা সমস্যা হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “প্রাকৃতিক দুর্যোগে এই ঘটনা ঘটেছে। কারও গাফিলতি আছে কী না, তা এখন বলা যাবে না। মাটি আলগা ছিল। তবে কেউ আহত হননি। এলাকার বাসিন্দারা সকলে হাত লাগিয়ে গেট সরানোর কাজ করেছেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
September 27, 2025 11:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খেলা শুরু নিম্নচাপের, তুমুল বৃষ্টির তাণ্ডব 'এই' জেলায়! ভেঙে পড়ল পুজোর লাইটের গেট, চিন্তায় উদ্যোক্তারা